BJP: শান্তনু-অর্জুনের গড়েই বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন স্থগিত
BJP: বনগাঁ এবং দার্জিলিং সাংগঠনিক জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তার মধ্যে বনগাঁ আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এলাকা। ব্যারাকপুরে পদ্ম শিবিরের নেতা অর্জুন সিং। সেখানেও একই অবস্থা।

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর আগে সংগঠনকে মজবুত করতে কোমর বেঁধে নেমেছে সব দল। বিজেপিও বাংলায় তাদের সাংগঠনিক জেলাগুলির জেলা সভাপতি নির্বাচন করছে। কিন্তু, ৩৯টি সাংগঠনিক জেলায় জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া হলেও চারটি সাংগঠনিক জেলায় তা স্থগিত রয়েছে।
বিজেপির বনগাঁ, ব্যারাকপুর, যাদবপুর ও দার্জিলিং সাংগঠনিক জেলার জেলা সভাপতি নির্বাচন স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সাংগঠনিক জেলাগুলিতে ৫০ শতাংশের বেশি মণ্ডল নির্বাচন করা যায়নি। তাই এই সিদ্ধান্ত বলে বিজেপির তরফে জানা গিয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, বনগাঁ এবং দার্জিলিং সাংগঠনিক জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তার মধ্যে বনগাঁ আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এলাকা। ব্যারাকপুরে পদ্ম শিবিরের নেতা অর্জুন সিং। সেখানেও একই অবস্থা।
বিজেপির তরফে জানা গিয়েছে, ৫০ শতাংশ মণ্ডল নির্বাচন করা গেলেই জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া করা যায়। কিন্তু, এই চার সাংগঠনিক জেলায় তা না হওয়ায় আপাতত তা স্থগিত রাখা হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ৮০ থেকে ৯০ শতাংশ জায়গায় মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে। বাকি কিছু জায়গায় স্থগিত রয়েছে। বিজেপি সূত্রে খবর, মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দলের মধ্যে ঝামেলার জেরে নির্বাচন হয়নি। তবে সুকান্ত মজুমদারের আশ্বাস, সমস্যা মিটে যাবে। জেলা সভাপতি নির্বাচন নিয়ে তিনি জানান, কয়েকটি ধাপ বাকি রয়েছে। তারপর জেলা সভাপতি ঘোষণা করা হবে। আর জেলা সভাপতি নির্বাচন হলে রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।





