Indian Army: সীমান্তে পাঠাতে হবে, কলকাতায় সেনাবাহিনীর জন্য সংগ্রহ করা হল রক্ত
Indian Army: অনেকেই মনে করছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যুদ্ধ বা সমগোত্রীয় লড়াই শুধু সময়ের অপেক্ষা। তাই রক্তের যাতে কোনওরকম খামতি না থাকে এবং জওয়ানদের প্রয়োজন হলেই যাতে দ্রুত প্রয়োজনীয় রক্ত পৌঁছে যায়, তার জন্যই এই উদ্যোগ।

কলকাতা: যদি সত্যিই কোনও যুদ্ধ শুরু হয়, তাহলে সমরাস্ত্র যেমন সবথেকে বেশি প্রয়োজন, তেমনই সেনা জওয়ানদের সুস্থ রাখাও জরুরি। ভারত-পাকিস্তান অশান্তির আবহে সে কথা ভেবেই এবার বিশেষ উদ্যোগ নেওয়া হল রাজ্যে। সীমান্তে পাঠানোর জন্য করা হল রক্তের ব্যবস্থা।
ভারতীয় সেনাদের কাছে রক্ত পৌঁছে দিতে অভিনব রক্তদান শিবিরের আয়োজন করা হল দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসের ডন বসকো স্কুলে। বৃহস্পতিবার ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামের অন্তর্গত কমান্ড হাসপাতালের আর্মি মেডিক্যাল কর্পসের চিকিৎসক এবং পুরুষ নার্সরা রক্ত সংগ্রহ করতে যান সেখানে।
‘উদ্দীপনী’ নামে এক সংগঠনের উদ্যোগে এই অভিনব রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবির থেকে সংগৃহীত রক্ত পৌঁছে দেওয়া হবে সেনাবাহিনীর ব্লাড ব্যাঙ্কে। অনেকেই মনে করছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যুদ্ধ বা সমগোত্রীয় লড়াই শুধু সময়ের অপেক্ষা। তাই রক্তের যাতে কোনওরকম খামতি না থাকে এবং জওয়ানদের প্রয়োজন হলেই যাতে দ্রুত প্রয়োজনীয় রক্ত পৌঁছে যায়, তার জন্যই এই উদ্যোগ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সেনাবাহিনীর কর্তারা।
