Golf Green: রিজার্ভার পরিষ্কার করতে নেমে আর সাড়াশব্দ নেই, বিষাক্ত গ্যাসেই কি মৃত্যু ২ শ্রমিকের?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 09, 2021 | 3:49 PM

Body recovered from Reservoir: গল্ফ গ্রিন থানার পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই দুই ব্যক্তির।

Golf Green: রিজার্ভার পরিষ্কার করতে নেমে আর সাড়াশব্দ নেই, বিষাক্ত গ্যাসেই কি মৃত্যু ২ শ্রমিকের?
পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: নির্মীয়মান এক বাড়ির রিজার্ভার (Reservoir) থেকে উদ্ধার হল দুই ব্যক্তির দেহ। নির্মীয়মান ওই বাড়িটির রিজার্ভার পরিষ্কার করতে নেমেছিলেন দুই ব্যক্তি। কিন্তু এরপর থেকে আর কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে ওই দুই ব্যক্তির দেহ রিজার্ভারের জলে ভেসে উঠতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে গল্ফ গ্রিন থানা (Golf Green Police Station) এলাকায়। ইতিমধ্যেই গল্ফ গ্রিন থানার পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই দুই ব্যক্তির।

আজ সকালেই রিজার্ভার পরিষ্কারের জন্য জলে নেমেছিলেন ওই দুই ব্যক্তি। কিন্তু তারপর অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও কাউকেই আর উপরে উঠতে দেখা যায়নি। কোনও সাড়া শব্দ না পেয়ে শেষে পুলিশে খবর দেওয়া হয়। গল্ফ গ্রিন থানায় আজ বেলা ১১ টা ১০ নাগাদ ফোন যায়। পুলিশকে জানানো হয়, নির্মীয়মান একটি বাড়ির রিজার্ভার পরিষ্কার করতে নেমেছিলেন দুজন। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও দু’জন ব্যক্তির কেউই কোনও সাড়া দিচ্ছেন না।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান গল্ফ গ্রিন থানার পুলিশকর্মীরা। ততক্ষণে দুই ব্যক্তির দেহই রিজার্ভারের জলে ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, দু’জনেই মারা গিয়েছেন। পুলিশ এরপর দু’জনের দেহই ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জলে ডুবেই মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। কিন্তু বিষাক্ত গ্যাসে মৃত্যুর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্য়ুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে যে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে, এখনও পর্যন্ত তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। শ্যাম হালদার। দ্বিতীয় ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।

মৃত শ্যাম হালদারের ভাই মিহির হালদার জানিয়েছেন, জলে নামার পর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর প্রায় ৪-৫ ঘণ্টা পরে দুজনের দেহ ভেসে ওঠে রিজার্ভারের জলে।

স্থানীয়দের অনেকে জানিয়েছেন, প্রথমে এক জন শ্রমিক নেমেছিলেন রিজার্ভার পরিষ্কারের জন্য। কিন্তু তারপর দীর্ঘক্ষণ ওই শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোনও সাড়াশব্দ না পেয়ে দ্বিতীয় শ্রমিকেও নেমে পড়েন জলে। তারপর থেকে দ্বিতীয় জনেরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই খবর পাঠানো হয় গল্ফ গ্রিন থানায়।

আরও পড়ুন : Covid Vaccine: একে পুজো, দোসর বন্ধ টিকাকরণ, চারদিনে টিকা পাবেন না প্রায় ১ লক্ষ ২০ হাজার

আরও পড়ুন : Weather Update: ২-৩ দিনেই বিদায় নেবে বর্ষা, তাহলে কীসের আশঙ্কায় ভুগছে বাংলা?

আরও পড়ুন : WB By-Election: ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কড়া নিরাপত্তার বলয়েই চার কেন্দ্রে উপনির্বাচন

 

Next Article