ভরসন্ধ্যায় ব্যবসায়ীকে লক্ষ্য করে জোড়া বোমা দমদমের গোরাবাজারে, আতঙ্কে এলাকাবাসী

৩ দুষ্কৃতী পায়ে হেঁটেই বিল্ডার্সের দোকানের সামনে আসে এবং দুলাল দেবকে লক্ষ্য করে একটি বোমা ছোড়ে

ভরসন্ধ্যায় ব্যবসায়ীকে লক্ষ্য করে জোড়া বোমা দমদমের গোরাবাজারে, আতঙ্কে এলাকাবাসী
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 11:02 PM

কলকাতা: ভরসন্ধ্যায় দমদমের গোরাবাজারে বোমাবাজির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে। দোকানে বসে থাকা এক ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান ওই ব্যবসায়ী। তবে ব্যস্ত বাজারে জনবহুল এলাকায় এভাবে বোমা ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে দমদম থানার পুলিশ তো রয়েছেই। হাজির হন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনারও।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় গোরাবাজারে এক বিল্ডার্সের দোকানের মধ্যে বসে ছিলেন সেই দোকানের মালিক দুলাল কুমার দেব। স্থানীয় সূত্র মারফৎ খবর, রাত ৮টা নাগাদ ৩ দুষ্কৃতী পায়ে হেঁটেই বিল্ডার্সের দোকানের সামনে আসে এবং দুলাল দেবকে লক্ষ্য করে একটি বোমা ছোড়ে। এরপরই চিৎকার-চেঁচামেচি শুরু হলে আরেকটি বোমা ছুড়েই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভাগ্যক্রমে জোড়া বোমার আঘাত থেকেই বেঁচে যান দুলালবাবু।

আরও পড়ুন: ভোট মিটতেই পাহাড় সমস্যা সমাধানে উদ্যোগী বিমল গুরুঙ, দূত পাঠালেন অভিষেকের কাছে

ঘটনাস্থলে পৌঁছে এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বিল্ডার্সের দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কারও সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা কিংবা ব্যবসায়িক শত্রুতা আছে কি না, সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন দমদম থানার তদন্তকারী আধিকারিকেরা। দমদম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন: ‘জোকার’ সৌমিত্রর ‘পাগলামি’ না থামলে কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলীপের