Bosepukur Sitala Mandir: ‘ক্ষমতা কারোর একার নয়’, ঘুরন্ত সিংহাসনেই থিমের চমক বোসপুকুরের
Bosepukur Sitala Mandir: জানা গিয়েছে, প্রায় ১০ হাজারের বেশি লোহার চেয়ার দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। যান্ত্রিক গোলযোগ যাতে তৈরি না হয় তার জন্য উলম্ব আকারে চেয়ারগুলিকে বসানো হয়েছে। যার জেরে চেয়ারগুলি ওঠানামা করবে উপর থেকে নিচে থেকে। এছাড়া আলোর ঝলকানি এক মায়াবি পরিবেশ তৈরি করবে।
কলকাতা: লোহার চেয়ার মনে আছে? শৈশবের সঙ্গে জড়িয়ে রয়েছে এই লোহার চেয়ার। গ্রাম-গঞ্জের মাঠে যাত্রাশিল্প হোক বা শহরের রাস্তায় জলসা। এই লোহার চেয়ারে বসেই বিনোদন উপভোগ করতেন প্রত্যেকে। শুধু কি তাই বাড়িতেও তৎকালীন সময়ে এই চেয়ার ব্যবহার হত। তবে সময় বদলেছে। এখন প্লাস্টিকের চেয়ারেরই আধিক্য় বেশি। তাই কসবা বোসপুকুর শিতলা মন্দির এবার লোহার চেয়ার দিয়ে তৈরি করেছে মণ্ডপ। পুরনো স্মৃতি আবারও রোমন্থন করবে শিতলা মন্দির।
জানা গিয়েছে, প্রায় ১০ হাজারের বেশি লোহার চেয়ার দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। যান্ত্রিক গোলযোগ যাতে তৈরি না হয় তার জন্য উলম্ব আকারে চেয়ারগুলিকে বসানো হয়েছে। যার জেরে চেয়ারগুলি ওঠানামা করবে উপর থেকে নিচে থেকে। এছাড়া আলোর ঝলকানি এক মায়াবি পরিবেশ তৈরি করবে। এছাড়া মণ্ডপের উপরে রাখা হয়েছে প্রকাণ্ড এক সিংহাসন। যেটি গোলভাবে ঘুরবে। এর মাধ্যমে বোঝানো হয়েছে চেয়ার বা সিংহাসন কখনও স্থায়ী নয়। যখন-তখন যে কারোর দিকে।
মণ্ডপ প্রসঙ্গে শিল্পী কাজল সরকার বলেন, “মূল মণ্ডপ তৈরি হয়েছে লোহার চেয়ার দিয়ে। থিমের নাম আয়োজন। মণ্ডপে প্রবেশের মূল পথই চেয়ার দিয়ে তৈরি। গাড়ি রয়েছে সেখানে দেখা যাবে আগের চেয়ার বেরিয়ে যাচ্ছে। এর পাশাপাশি একটি সিংহাসন ঘোরানো হবে। যা বার্তা দেবে সিংহাসন কারোর একা নয়।”