Bratya Basu Exclusive: রিভিউ পিটিশনে কী কী থাকবে? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী
Bratya Basu Exclusive: রিভিউ পিটিশনে মূলত কী কী বিষয়ে 'রিভিউয়ের' জন্য জোরাল আবেদন করছে রাজ্য? TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তা স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী বললেন, “মূল দাবি, এক দলের র্যাঙ্ক জাম্পিং, ওএমআর-এ সমস্যা রয়েছে, আরেক দলের নেই। কোথাও একটা এই বিষয়টা সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়েই প্রতিফলিত হচ্ছে, একদল যোগ্য, আরেক দল নয়। একদলকে বেতন ফেরাতে বলা হচ্ছে, আরেক দলকে হবে না। তার মানে এটার মধ্যে ছোট পরিসর রয়েছে। যাদের খাতার ক্ষেত্রে সমস্যা নেই, হয়তো অন্য কোনও ব্যাপারে সংশয় রয়েছে, আদালতের কাছে সেটাই আবেদন করব, যাতে সেটাকে পুনর্বিবেচনা করে, তাঁদের চাকরি ফেরত দিতে পারেন।”
সুপ্রিম কোর্টের ওই চাকরি বাতিল সংক্রান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ পিটিশন) চাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যোগ্য প্রার্থীদের একটি অংশও রিভিউ পিটিশন করতে চান।
তাহলে এদিনের বৈঠক থেকে কি চাকরি ফিরে পাওয়ার কোনও আশা মিলেছে?
শিক্ষামন্ত্রী বলেন, “হদিশ তো সুপ্রিম কোর্ট দেবে। তবে ওদের জন্য যা যা করণীয় করার, সেই হদিশ যাতে ওরা পায়, সেটাকে আমরা আজ পুনরায় সুনিশ্চিত করলাম। আমার বিভাগীয় সচিব, বোর্ড-সবাই মিলে করেছি।”

