Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF-BGB: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৈঠক BSF-BGB-র, দুই দেশই একসঙ্গে বড় সিদ্ধান্ত নিল

India-Bangladesh: এ দিন বৈঠক করেন ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ দক্ষিণ বঙ্গ সীমান্তের ইন্সপেক্টর জেনারেল শ্রী মনিন্দর পি.এস.পাওয়ার এবং বর্ডার বিজিবি-র উত্তর-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম.জাহিদুর রহমান বৈঠকে বসেন।

BSF-BGB: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৈঠক BSF-BGB-র, দুই দেশই একসঙ্গে বড় সিদ্ধান্ত নিল
বিএসএফ-বিজিবির বৈঠকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 7:13 PM

কলকাতা: বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ভাঙচুরের পর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তবে এই সবের মধ্যে সীমান্তে কিন্তু অশান্তি থামছে না। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যেমন বিজিবির (BGB)-র সঙ্গে ঝামেলা হচ্ছে, তেমনই আবার সীমান্তে যে সকল কৃষকদের জমি রয়েছে তাদের ফসল চুরির অভিযোগ আসছে। এই চাপানউতোর পরিস্থিতির মধ্যে ফের একবার বিএসএফ ও বিজিবি বৈঠকে বসল। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই তৎপর হয়েছে। উভয়ই সর্বসম্মতভাবে একমত হয়েছে যে পরস্পরকে সাহায্য করবে।

কী নিয়ে আলোচনা?

এ দিন বৈঠক করেন ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ দক্ষিণ বঙ্গ সীমান্তের ইন্সপেক্টর জেনারেল শ্রী মনিন্দর পি.এস.পাওয়ার এবং বর্ডার বিজিবি-র উত্তর-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম.জাহিদুর রহমান বৈঠকে বসেন।

বৈঠকে সীমান্তে শান্তি জোরদার,সমন্বয় বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আবেদন করা হয়। এছড়া সীমান্তবর্তী অঞ্চলে উন্নয়নের তদারকি, বৈআইনি পাচার রোধে কী কী করনীয় তা নিয়ে আলোচনা হয়েছে এ দিন। তবে সীমান্তের পরিস্থিতি নিয়ে এদিন বিশেষভাবে জোর দিতে বলা হয়।

দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি জোর দিয়ে বলেন, সীমান্তে শান্তি বজায় রাখতে দু’দেশের আধা সেনারই ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন,উভয় বাহিনীর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করবে না, বরং দ্বিপাক্ষিক সম্পর্ককেও নতুন উচ্চতায় উন্নীত করবে। বৈঠকে সহযোগিতা বৃদ্ধি এবং যৌথভাবে নিরাপত্তার উপরও জোর দেওয়া হয়েছে। বিএসএফ ও বিজিবি সর্বসম্মতভাবে একমত হয়েছে, দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে। সমন্বয় আরও প্রসারিত হবে। শান্তি বজায় রাখতে একে অপরকে সাহায্য করবে।