চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা, ময়দানে রাস্তা ছেড়ে ডিভাইডারে উঠে গেল সরকারি বাস, আহত ৩
Bus Accident: সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে আসছিল সরকারি বাস। ময়দানে চ্যাটার্জী ইন্টারন্যাশনালের সামনে দুর্ঘটনা ঘটে।

কলকাতা: শহরের প্রাণকেন্দ্রে বাস দুর্ঘটনা। পার্কস্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল বাস। দুর্ঘটনায় আহত তিনজন। এমনভাবেই বাসটি ধাক্কা মেরে ডিভাইডারে উঠে গিয়েছে যে বাসের সামনের অংশ এবং ডিভাইডার কাটতে হচ্ছে।
জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে আসছিল সরকারি বাস। ময়দানে চ্যাটার্জী ইন্টারন্যাশনালের সামনে দুর্ঘটনা ঘটে। বাসের চালক বুঝতে পারেন যে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে। সঙ্গে সঙ্গে বাস থামানোর চেষ্টা করেন চালক। সামনে অনেক গাড়ি থাকায় দুর্ঘটনা এড়াতে চালক তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করেন এবং বাস নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। ভিড় কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
বাসে সেই সময়ে শিশু সহ এক মহিলা যাত্রী ছিলেন। দুর্ঘটনায় শিশুটির মাথায় সামান্য আঘাত লেগেছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুরনো সিমেন্টের ডিভাইডারে ধাক্কা মেরে ঝুলছে রাস্তার মাঝখানে। যেকোনও সময়ে, যেকোনও দিকে উল্টে যেতে পারে বাস। সেই কারণে দুই দিকের লেনই ফাঁকা করে দেওয়া হয়েছে। পিছনে থাকা গাড়িগুলি দাঁড় করিয়ে রাখা হয়েছে আপাতত।





