By Election: কেন্দ্রীয় বাহিনীর ঘেরোটোপেই হবে বাংলার উপ নির্বাচন

By Election: আপাতত ৮৯ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। বাহিনীতে থাকছে ২৪ কোম্পানি CRPF, ৩০ কোম্পানি BSF, ১২ কোম্পানি CISF। IIBP থাকবে ১০ কোম্পানি, SSB থাকবে ১৩ কোম্পানি।

By Election: কেন্দ্রীয় বাহিনীর ঘেরোটোপেই হবে বাংলার উপ নির্বাচন
উপনির্বাচনে বাড়ল কেন্দ্রীয় বাহিনীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2024 | 10:57 PM

কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই হবে বিধানসভা উপনির্বাচন। রাজ্যের ৬ কেন্দ্রে উপ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আপাতত ৮৯ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। বাহিনীতে থাকছে ২৪ কোম্পানি CRPF, ৩০ কোম্পানি BSF, ১২ কোম্পানি CISF। IIBP থাকবে ১০ কোম্পানি, SSB থাকবে ১৩ কোম্পানি। এর আগেও রাজ্যের একাধিক উপনির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকেছে। এবারে বাংলায় অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। চলতি মাসের ২৫ তারিখের মধ্যেই বাংলার ৬টি কেন্দ্রে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী।

আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। আসনগুলি হল তালডাংড়া, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাট।

এই ৬টি আসনের বিধায়করা চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক পদে ইস্তফা দেন। তার জেরেই এই আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে। এই আসনগুলির মধ্যে ৫ টি ছিল তৃণমূলের দখলে। মাদারিহাট ছিল বিজেপির। পশ্চিমবঙ্গের এই ৬টি আসন ছাড়াও দেশের আরও ১৪টি রাজ্যে ৪২টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।