Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাসকের ঘাড়ে দোষ চাপানোর ছক? উপনির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পেয়েই কমিশনের দ্বারস্থ শশী-কুনালরা

Bye Election: ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে শাসক দল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন শশী পাঁজা, কুণাল ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।

শাসকের ঘাড়ে দোষ চাপানোর ছক? উপনির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পেয়েই কমিশনের দ্বারস্থ শশী-কুনালরা
কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2024 | 10:35 AM

জ্যোতির্ময় কর্মকার ও সৌরভ গুহ-র রিপোর্ট

নয়া দিল্লি ও কলকাতা: ঘাড়ে নিশ্বাঃস ফেলছে উপনির্বাচন। আজই উপনির্বাচনে প্রচারের শেষ দিন। আর প্রচার শেষের দেড় ঘন্টা আগেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতেই আজ কমিশনে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত হলেও, রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন শশী পাঁজা, কুণাল ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে অভিযোগ জানিয়ে গত শুক্রবার কমিশনকে চিঠি লিখে দেখা করার জন্য সময় চায় তৃণমূল কংগ্রেস। সময় না পাওয়ার পর শনিবার ফের চিঠি লেখেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেকের নেতৃত্বে পাঁচ সাংসদের প্রতিনিধি দল। রবিবার সন্ধ্যায় কমিশনের তরফে ইমেল মারফত সোমবার দুপুর সাড়ে তিনটেয় তৃণমূল প্রতিনিধি দলকে দেখা করার জন্য সময় দেওয়া হয়েছে। কিন্তু মূল অভিযোগের কোন উত্তর এখনও দেওয়া হয়নি।

তৃণমূলের অভিযোগ, নির্বাচন প্রচার শেষের দেড় ঘন্টা আগে অভিযোগ সম্পর্কে শুনানি কার্যত কোনও গুরুত্বই রাখে না। একইসঙ্গে কমিশনের ভূমিকা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কড়া চিঠি লিখেছেন ডেরেক ও’ব্রায়েনের। সূত্রের খবর, আজ দুপুর সাড়ে তিনটেয় কমিশন সময় দিলেও প্রতিনিধি পাঠাবে না তৃণমূল।

অন্য়দিকে, রাজ্যে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। বিরোধীরা নানা চক্রান্ত করছে, চক্রান্ত করে তৃণমূলের ওপর দোষ চাপাতে পারে- সূত্র মারফত এমন তথ্যই জানতে পেরেছে তৃণমূল কংগ্রেস। তাই ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে শাসক দল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ যাচ্ছেন ওই প্রতিনিধি দল।

উপনির্বাচনে ৬ আসনের মধ্যে ৬-টিতেই জয়ের লক্ষ্যে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস। আজ উপনির্বাচনের প্রচারের শেষদিন। প্রচার শেষের দিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাচ্ছেন তৃণমূল প্রতিনিধি দল।

উপনির্বাচনের আগে সন্দেহজনক কি এমন তথ্য পেল রাজ্যের শাসক দল যে তা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে অবগত করতে হচ্ছে ? কী এমন ভয়ঙ্কর তথ্য? নাকি এটা শাসক দলের কোনো কৌশল? তা নিয়েও উঠছে প্রশ্ন ।

ছয় কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে পাঁচটি আসন নিয়ে কার্যত নিশ্চিত তৃণমূল কংগ্রেস। শাসক দলকে ভাবাচ্ছে কেবল মাদারিহাট আসন। বিজেপির ভোট ব্যাঙ্ক, চা বাগানের শ্রমিকদের ভোট, আদিবাসী ভোট, সর্বোপরি মনোজ টিজ্ঞার ব্যক্তিগত ইমেজ – সব মিলিয়ে তিলোত্তমা কান্ড র পর এই প্রেস্টিজ ফাইটের উপনির্বাচনে শাসককে ভাবাচ্ছে মাদারিহাট এবং সার্বিক ভাবে নাগরিক ভোট।