C V Anand Bose: মধ্যরাতে নবান্নে পাঠানো গোপন চিঠিতে কী ছিল? মুখ খুললেন রাজ্যপাল

C V Anand Bose: রাজ্যপাল বলেন, "দুটি চিঠির উত্তর পাওয়া নিয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তা দুই সাংবিধানিক সহকর্মীর মধ্যে থাকাই বাঞ্ছনীয়। তবে ওই চিঠি দুটো আর মিস্ট্রি নয়, হিস্ট্রি হয়ে গিয়েছে।"

C V Anand Bose: মধ্যরাতে নবান্নে পাঠানো গোপন চিঠিতে কী ছিল? মুখ খুললেন রাজ্যপাল
নবান্নকে পাছানো রাজ্যপালের চিঠিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 11:38 AM

কলকাতা: ‘চিঠি আর মিস্ট্রি নেই, হিস্ট্রি হয়ে গিয়েছে।’ নবান্ন আর দিল্লিতে মাঝরাতে পাঠানো নিজের দুটো কনফিডেন্সিয়াল চিঠি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সাংবাদিক সামনে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে এই প্রসঙ্গও। তখনই তিনি বলেন, “দুটি চিঠির উত্তর পাওয়া নিয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তা দুই সাংবিধানিক সহকর্মীর মধ্যে থাকাই বাঞ্ছনীয়। তবে ওই চিঠি দুটো আর মিস্ট্রি নয়, হিস্ট্রি হয়ে গিয়েছে।”

১০ সেপ্টেম্বর মাঝরাতে রাজ্যপাল নবান্ন ও দিল্লিতে চিঠি পাঠান। তার আগের সন্ধ্যাতেই রাজ্যপাল বার্তা দিয়েছিলেন, মধ্য়রাতে তিনি কোনও পদক্ষেপ করবেন। বলাইবাহুল্য তখন উপাচার্য নিয়োগ ইস্যু তথা নব নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের সঙ্গে বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে সংঘাত তুঙ্গে। খামবন্দি কনফিডেন্সিয়াল দুটো চিঠি এখন আর ‘মিস্ট্রি’ নেই।

‘মধ্যরাত পর্বের’মাধ্যমে নতুন বিতর্ক উস্কে দিয়েছিলেন রাজ্যপাল। গোপন সেই চিঠি কী আছে? তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই রাজ্যপাল সাংবাদিকদের বলেছিলেন, “মুখ্যমন্ত্রী এখন বিদেশে, সুদূর স্পেনে যাচ্ছেন। এখনই কিছু বলব না।” মুখ্যমন্ত্রীকে তিনি টেনশন দিতে চান না বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল। তাতে জল্পনা আর বিতর্ক দুটোই বেড়়েছিল পাল্লা দিয়ে। এই চিঠি নিয়ে রাজ্যপালকে ‘ভ্যাম্পায়ার’ বলে আক্রমণ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সেই চিঠি নিয়ে এবার মুখ খুললেও, গুমোট ভাঙেননি রাজ্যপাল। রাজ্যপাল বলেন, ‘ওই মিস্ট্রি এখন হিস্ট্রি।’ অর্থাৎ চিঠির রহস্য এখন ইতিহাস।