Calcutta High Court: পুজোর মুখে জামিন পেল ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের ভুয়ো IAS দেবাঞ্জন
Fake Vaccine Case: হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ দু'টি মামলায় দেবাঞ্জনের জামিন মঞ্জুর করেছে। দু'টি মামলায় জামিন মিললেও জেলমুক্তি হচ্ছে না দেবাঞ্জনের। অন্য আরও একগুচ্ছ মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং সেগুলিতে এখনও জামিন মেলেনি।
কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccine Case) গ্রেফতার হয়েছিল ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Debanjan Deb)। একাধিক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। এবার পুজোর মুখে দু’টি মামলায় জামিন পেল ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ দেবাঞ্জনকে দু’টি মামলায় জামিন দিল। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ দু’টি মামলায় দেবাঞ্জনের জামিন মঞ্জুর করেছে। দু’টি মামলায় জামিন মিললেও জেলমুক্তি হচ্ছে না দেবাঞ্জনের। অন্য আরও একগুচ্ছ মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং সেগুলিতে এখনও জামিন মেলেনি।
উল্লেখ্য, দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০২১ সালে। তখন গোটা দেশে করোনা মহামারির বাড়বাড়ন্ত। সেই সময় কসবা এলাকায় এক ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালানোর অভিযোগে দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কসবা থানার পুলিশকর্মীরা পাকড়াও করেছিল দেবাঞ্জনকে। এরপরই বেরিয়ে আসে দেবাঞ্জনের আসল রূপ। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দেবাঞ্জন দেব শুধু ভুয়ো ভ্যাকসিন ক্য়াম্পই চালু করেনি, সেই সঙ্গে নিজেকে একজন আইএএস অফিসার বলেও পরিচয় দিত। কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার বলে পরিচয় দিত। তদন্তে উঠে আসে, সেটাও ভুয়ো পরিচয়। উল্লেখ্য, কলকাতা পুলিশের কসবা থানা ও আর্মহার্স্ট স্ট্রিট থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছিল। এর পাশাপাশি ইডিও তদন্ত চালাচ্ছে এই ঘটনায়। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ইডি যে চার্জশিট জমা করেছে, সেখানেও দেবাঞ্জনের নাম রয়েছে। আজ কসবা থানার দুটি মামলায় জামিন মিলেছে দেবাঞ্জনের।
২০২১ সালে গ্রেফতারির পর থেকে এখনও জেলবন্দি ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব। প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদশায় দিন কাটছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনের। দেবাঞ্জনের আইনজীবীর দাবি, দীর্ঘদিন ধরে তার মক্কেল জেলবন্দি ও ট্রায়াল হচ্ছে না। সেই মর্মে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দেবাঞ্জন। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ দেবাঞ্জনের দু’টি মামলায় জামিন মঞ্জুর করেছে। তবে আরও অন্যান্য মামলা রয়েছে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের বিরুদ্ধে। সেই কারণে, জেলমুক্তি হচ্ছে অভিযুক্তর।