Calcutta High Court: ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রীকেই সাক্ষী পুলিশের, হতবাক খোদ বিচারপতি
Calcutta High Court: নদিয়া জেলার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। অগস্ট মাসে এই ঘটনা ঘটে। শুক্রবার ছিল শুনানি। এ দিন, আদালতে মামলাকারীর আইনজীবী জানান, অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে এই ঘটনার সাক্ষী করা হয়েছে। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে পাল্টা ধর্ষণেরঅভিযোগে মামরা রুজু করা হয়েছে।
কলকাতা: পুলিশের কর্মকাণ্ড রীতিমতো বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত। যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাঁর স্ত্রীকেই সাক্ষী করেছে পুলিশ। যা দেখে অবার কলকাতা হাইকোর্টের বিচারপতি। অগস্ট মাসের ধর্ষণের ঘটনা ঘটেছে। এখনো নির্যাতিতার পোশাক বাজেয়াপ্ত কেন করা হয়নি? প্রশ্ন করেছেন বিচারপতি।
নদিয়া জেলার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। অগস্ট মাসে এই ঘটনা ঘটে। শুক্রবার ছিল শুনানি। এ দিন, আদালতে মামলাকারীর আইনজীবী জানান, অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে এই ঘটনার সাক্ষী করা হয়েছে। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে পাল্টা ধর্ষণেরঅভিযোগে মামরা রুজু করা হয়েছে।
শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন,এটা তদন্তের নামে প্রতারণা হচ্ছে। কেস ডাইরি নিয়ে তদন্তকারী আধিকারিককে পরবর্তী শুনানির দিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানি।