Calcutta High Court: রাজভবনের সামনে তৃণমূলের ধরনা মঞ্চ নিয়ে এবার হাইকোর্টে মামলা

Calcutta High Court: প্রসঙ্গত, বাংলার একশো দিনের প্রকল্পের টাকা আদালয়ের দাবিতে দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৫ অক্টোবর রাজভবন অভিযানে যান তৃণমূল নেতা কর্মীরা।

Calcutta High Court: রাজভবনের সামনে তৃণমূলের ধরনা মঞ্চ নিয়ে এবার হাইকোর্টে মামলা
কলকাতা হাইকোর্ট।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 2:49 PM

কলকাতা: তৃণমূলের রাজভবন অভিযানের জল গড়াল কলকাতা হাইকোর্টে। ১৪৪ ধারা রয়েছে রাজভবন চত্বরে, তা সত্ত্বেও কীভাবে অভিযান? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। প্রসঙ্গত, বাংলার একশো দিনের প্রকল্পের টাকা আদালয়ের দাবিতে দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৫ অক্টোবর রাজভবন অভিযানে যান তৃণমূল নেতা কর্মীরা। রাজভবনের উত্তর গেটের সামনে ধরনা মঞ্চ বেঁধে আন্দোলন চলছে। নেতৃত্বে খোদ অভিষেক। ঘটনাচক্রে ৫ তারিখ আবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেদিনই তৃণমূলের এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজভবনে চত্বরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে সেখানে ধরনা দিতে পারেন তৃণমূলের নেতা-কর্মীরা, প্রশ্ন তুলেছিলেন তিনি। মুখ্যসচিবের কাছে কৈফিয়ৎ তলব করেছেন খোদ রাজ্যপাল। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও তৃণমূল কীভাবে ধরনা মঞ্চের অনুমতি পেল? সেই ধরনা মঞ্চ সরাতে রাজ্য প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা করা হয়েছে, এখানে কোন ধারার আইন ভাঙা হয়েছে, সব কিছুই উল্লেখ করে মুখ্যসচিবকে জানাতে বলে রাজ্যপাল।  সেই প্রশ্ন তুলেই এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী।