CBI Raid: ফিরহাদের পর মদন মিত্রের বাড়িতে সিবিআই
CBI Raid: কামারহাটির বিধায়কের ভবানীপুরের বাড়িতে চলছে অভিযান। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ তদন্ত মামলাতেই চলছে এই অভিযান। এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি।
কলকাতা: সাতসকালেই ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল চলছে। এরইমধ্যে এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও গেল সিবিআই। তাঁর ভবানীপুরের বাড়িতে চলছে অভিযান। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই চলছে এই অভিযান। এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘসময় ধরে চলেছিল তল্লাশি।
এদিন সকালেই আচমকা মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। তারপরই শুরু হয় সিবিআইয়ের তল্লাশি। মদন মিত্রের বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। নিয়ে নেওয়া হয়েছে বিধায়কের মোবাইল। কয়েকদিন আগেই কামারহাটি পৌরসভায় গিয়েছিল ইডি। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও চলেছিল তল্লাশি। তারমধ্যেই এবার মদনের বাড়িতে হানা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল।
ফিরহাদের বাড়ির সামনে সকাল থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় দেখা গেলেও এই ছবি দেখা যায়নি মদনের বাড়ির সামনে। এরইমধ্যে কালীঘাট থানা থেকে এক অফিসারকে মদনের বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিন্তু, তাঁকে ঢুকতে দেওয়া হয়নি মদনের বাড়িতে।