Sanjay Roy: ‘ফাঁসি’ চায় সিবিআই, আরজি কর মামলায় হাইকোর্টে নতুন আবেদন
Sanjay Roy: সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে ইতিমধ্যেই একটি মামলা করেছে রাজ্য। রাজ্য সরকারের দাবি, আরজি কর খুন-ধর্ষণ মামলায় ফাঁসি হওয়া উচিৎ সঞ্জয়ের।
কলকাতা: আরজি কর মামলায় নিম্ন আদালত রায় দেওয়ার পর ফের নতুন একটি মামলা হল কলকাতা হাইকোর্টে। রাজ্যের পর এবার আবেদন করল তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে আবেদন করা হয়েছে। আগামী সোমবার হবে শুনানি। সিবিআই-এর আর্জি, আরজি কর খুন-ধর্ষণ মামলায় দোষী সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড দেওয়া হোক। একই আর্জি জানিয়ে মামলা করেছে রাজ্য সরকারও।
গত সোমবার আরজি কর মামলায় রায় ঘোষণা করে শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালত। বিচারক অনির্বাণ দাস জানান, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি তিনি। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশে আপত্তি জানিয়ে উচ্চ আদালতে মামলা করল সিবিআই।
তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা, সবাই চেয়েছেন সঞ্জয়ের ফাঁসি হোক। কিন্তু আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনে হতাশ হয়ে পড়েন একাংশ। তবে রাজ্য সরকারের আর্জি শুনলেও হাইকোর্টে প্রশ্ন উঠেছে রাজ্যের এক্তিয়ার নিয়ে। রাজ্য আদৌ এই মামলা করতে পারে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিচারতি জানতে চান মৃত চিকিৎসকের বাবা-মা মামলার কথা জানেন কি না। রাজ্য জানিয়েছে ‘না’।