CCTV Footage: বেহালা দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, দেখুন ভিডিয়ো
দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছিল। ট্রাফিক ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে পুলিশের উপরই চড়াও হয় বিক্ষুদ্ধ জনতা।
কলকাতা: বেহালা চৌরাস্তায় শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে স্কুল পড়ুয়ার। তার বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা নিয়ে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে গাফিগতির অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছ, কী ভাবে শুক্রবার বেহালা চৌরাস্তায় ঘটেছিল দুর্ঘটনা।
দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছিল। ট্রাফিক ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে পুলিশের উপরই চড়াও হয় বিক্ষুদ্ধ জনতা। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার জেরে ঘাতক গাড়ির চালক ও খালাসি ছাড়া বেশ কয়েক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনার রেশ পৌঁছয় নবান্নেও। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে কলকাতা পুলিশের শীর্ষ পদস্থ অফিসারদের থেকে গোটা ঘটনার জানতে চান। সেই ঘটনার সিসিটিভি ফুটেজই এ বার প্রকাশ্যে এল।
