CCTV Footage: TV9 বাংলার হাতে রোমহর্ষক সিসিটিভি ফুটেজ! ঠিক যে সময়ে বাংলাদেশের সাংসদ ঢুকেছিলেন নিউটাউনের ফ্ল্যাটে

Bangladeshi MP Mysterious Death: আবাসনের ভিতরের দিকের এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লাল রঙের একটি ছোট চারচাকার গাড়ি ঢুকছে আবাসনের সামনে। গাড়িটি আবাসনের বাইরে এসে থামে। সেই গাড়ি থেকে নেমে আসেন তিন জন। তাঁদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের আওয়ামী লিগের মৃত সাংসদ আনোয়ারুল আজিম।

Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2024 | 11:27 PM

কলকাতা: বাংলাদেশের সাংসদ ‘খুনের’ ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, গত ১৩ মে নিউটাউনের ওই ফ্ল্যাটেই শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনোয়ারুল আজিমকে। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। দেহ পচে যাতে গন্ধ না বের হয়, সেই জন্য দেহটিকে কেটে অংশ বিশেষ ফ্রিজে রাখা হয়েছিল। দুই দেশের তদন্তকারী সংস্থার তথ্য আদান-প্রদানের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে।

পুলিশ সূত্র মারফত আরও জানা যাচ্ছে, বিগত তিন দিন ধরে সাংসদের দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। ১৪ মে, ১৫ মে ও ১৮ মে – এই তিন দিন ধরে সাংসদের দেহাংশ বিভিন্ন জায়গায় সরানো হয়েছিল। সেক্ষেত্রে দু’জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে খবর। এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি। ফলে দেহাংশগুলি কোথায় কোথায় ফেলা হয়েছিল, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। এদিকে ইতিমধ্য়েই টিভি নাইন বাংলার হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজ।

আবাসনের ভিতরের দিকের এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লাল রঙের একটি ছোট চারচাকার গাড়ি ঢুকছে আবাসনের সামনে। গাড়িটি আবাসনের বাইরে এসে থামে। সেই গাড়ি থেকে নেমে আসেন তিন জন। তাঁদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের আওয়ামী লিগের মৃত সাংসদ আনোয়ারুল আজিম। তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন। সিসিটিভি ফুটেজের এই সূত্র ধরেই লাল রঙের ওই গাড়িটিকে শনাক্ত করেছে পুলিশ। গাড়ির মালিক ও গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ জানতে পেরেছে সাংসদের সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁরা একে একে বেরিয়ে গিয়েছিলেন আবাসন থেকে। কিন্তু মৃত সাংসদ কখনোই আবাসন থেকে বের হননি।