Expired Medicines : আয়ুষ্মান ভারতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি? ক্যাগের রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিবৃতি CGHS-র

Expired Medicines : যদিও সিজিএইচএসের দাবি, ওষুধের মেয়াদ লেখার সময় ভুল হয়েছে। তাতেই এই বিপত্তি।

Expired Medicines : আয়ুষ্মান ভারতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি? ক্যাগের রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিবৃতি CGHS-র
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 10:44 PM

কলকাতা : রাজ্যের স্বাস্থ্যসাথী (Swastha Sathi) বনাম কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)। দুই প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতর আজকের নয়। এরই মাঝে এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া নিয়ে শোরগোল। অভিযোগ কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পে নাকি মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। এক-দুবার নয়, অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে দিনের পর দিন। এই তথ্যই না কি দিয়েছে কেন্দ্রেরই শীর্ষ অডিট সংস্থা ক্যাগ। শুধু তাই নয়, দেশের বিভিন্ন শহরে, কেন্দ্রের অধীনস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে অত্যন্ত নিম্নমানের ওষুধ হাতে পেয়েছেন কয়েক লক্ষ অসহায় রোগী। অভিযোগ উঠছে এমনটাও। ক্যাগের রিপোর্টে অভিযোগ, ৫২ হাজার ৫৭৭ পরিবারকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। 

কলকাতাতেও এমন বহু ভুক্তভোগী রোগী রয়েছেন বলে অভিযোগ। পরিসংখ্যান বলছেন শহরের প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষ কেন্দ্রের ওষুধ পান। যদিও সিজিএইচএসের (সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম) দাবি, ওষুধের মেয়াদ লেখার সময় ভুল হয়েছে। তাতেই এই বিপত্তি। যদিও এই অজুহাত নাকি উড়িয়ে দিয়েছে অডিট সংস্থা। তাদের দাবি, দেশে মাত্র ১৭টি কেসে এমন টাইপো বা ছাপা সংক্রান্ত ভুল মিলেছে। ঘটনায় সিজিএইচএস লিখিতভাবে ভুলও স্বীকার করেছে বলে খবর। অভিযোগ, ক্যাগের রিপোর্টে নাকি বলা হয়েছে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সিজিএইচএসের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এমন কাণ্ড ঘটেছে। দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। ল্যাবরেটরিতে পাঠানোয় নাকি এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে খবর। অভিযোগ, সব মিলিয়ে ২ কোটি ৫৭ লক্ষ ২৬ হাজার ৭১ টাকা দামের এমন ওষুধ বিলি করা হয়েছে। যা সিংহভাগ মেয়াদ উত্তীর্ণ, আবার কিছুটা নিম্নমানের।

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা যে ওষুধ বিনামূল্যে পান তা গবেষণাগারে পাঠিয়েছিল ক্যাগ। সেই ল্যাবের রিপোর্ট থেকেই নাকি এমন তথ্য জানা যাচ্ছে। যদিও এখন গোটাটাই অভিযোগ হিসাবে সামনে এসেছে মাত্র। তাতেই তোলপাড় স্বাস্থ্য মহল।