Primary Scam: ‘আমি কিছু জানি না..’, কোর্টে দাঁড়িয়ে পার্থর কোর্টে বল ঠেললেন অর্পিতা
Primary Scam: ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিনে মুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারমধ্যে মধ্যে শেষ করতে হবে চার্জ গঠন প্রক্রিয়া। সে কারণেই ৫৩ জন অভিযুক্ত ও অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে এদিনই চার্জ গঠন হয়ে গেল।
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে চার্জ গঠন। একদিন আগেই পার্থ, সুজয়কৃষ্ণ-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। মঙ্গলবার চার্জ গঠন হল অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ-সহ ৫৩ জন অভিযুক্ত ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিনে মুক্ত করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারমধ্যে মধ্যে শেষ করতে হবে চার্জ গঠন প্রক্রিয়া। সে কারণেই ৫৩ জন অভিযুক্ত ও অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে এদিনই চার্জ গঠন হয়ে গেল। তারমধ্যেই রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। তালিকায় রয়েছে পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যও। প্রত্যেকের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এদিন তা আরও একবার পৃথকভাবে বলা হয়। তাঁরা দোষী না নির্দোষ সেটাও শুনতে চান বিচারক। তখনই সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি সংস্থাকে নির্দোষ বলে দাবি করেন। নিজেদের নির্দোষ বলে দাবি করেন, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষেরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
যদিও বিচারক বলেন, “প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ, মানিক, সুজয় ভদ্র, অয়ন শীলের ভূমিকা আছে। আপনারা তাদের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ভূমিকা পালন করেছেন। কেউ অপরাধ থেকে অর্জিত টাকা, সম্পদ অর্জন করেছেন, রেখেছেন, গোপন করেছেন। কিংবা অপরাধের সঙ্গে সেই অর্থ যুক্ত নয় বলে দাবি করেছেন। আপনাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ দাখিল করেছে এজেন্সি। PMLA আইনের নির্দিষ্ট ধারায় চার্জ গঠন করা হচ্ছে।”
এই খবরটিও পড়ুন
পাল্টা অর্পিতা মুখোপাধ্যায় জানান, তিনি কোনও সরকারি পদে ছিলেন না। কোথায় কী উদ্ধার হয়েছে তিনি জানেন না। কোনওভাবেই তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন। আদালতের উদ্দেশ্যে বলেন, “আমি নির্দোষ স্যর। কী উদ্ধার হয়েছে জানি না। নলেজ নেই। আমি কোনও অনৈতিক কাজে যুক্ত ছিলাম না।” অন্যদিকে কুন্তল ঘোষের দাবি, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হওয়ার জন্যই তাঁকে এই অবস্থার মুখোমুখি হতে হয়েছে। বলেন, “স্যার আমি বিজেপি বা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলেছি। প্রতিহিংসার রাজনীতির জন্য এটা হচ্ছে। আমি ভিকটিম অফ পলিটিক্স। আমি এর সঙ্গে যোগ নেই। আমি সম্পূর্ণ নির্দোষ।” যদিও বিচারক তাঁকে মাঝপথেই থামিয়ে দেন। সাফ বলেন, “কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্মতলায় বলুন। এখানে নয়।” তারপরই ৫৪ জন অভিযুক্তের মধ্যে ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।