CID: সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়ে বেচে দেওয়া হত মোটা টাকায়! শিশু পাচারচক্রে চাঞ্চল্যকর তথ্য
CID: যে সদ্যোজাত শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে খোঁজ করতে গিয়ে জানা গিয়েছে, বিহারের এক মহিলা সারোগেসির মাধ্যমে ওই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। ওই মহিলা বিবাহ বিচ্ছিন্না। জানা যাচ্ছে, বিহারে একটি চক্র সক্রিয়, যাঁরা কিনা আর্থিকভাবে দুঃস্থ অসহায় মহিলাদের এই কাজে যুক্ত করেন।
কলকাতা: বাংলায় শিশু পাচার চক্র! শালিমার স্টেশনের বাইরে থেকে গ্রেফতার শিশু পাচার চক্রের মূল পাণ্ডা। ৩-১২ লক্ষ টাকা পর্যন্ত শিশু বিক্রি হচ্ছে। উঠে এসেছে বিহার যোগ। মূল পাণ্ডা মানিক হালদারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। রবিবারই গ্রেফতার করা হয়েছে তাঁকে। উদ্ধার হয়েছে ২ দিনের কন্যা সন্তানও। তাঁকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
যে সদ্যোজাত শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে খোঁজ করতে গিয়ে জানা গিয়েছে, বিহারের এক মহিলা সারোগেসির মাধ্যমে ওই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। ওই মহিলা বিবাহ বিচ্ছিন্না। জানা যাচ্ছে, বিহারে একটি চক্র সক্রিয়, যাঁরা কিনা আর্থিকভাবে দুঃস্থ অসহায় মহিলাদের এই কাজে যুক্ত করেন।
ধৃত মানিক হালদারের স্ত্রী মুকল কাজ করতেন আইভিএফ সেন্টারে। ফলে তাঁর কাছেও নিঃসন্তান অসহায় দম্পতিদের খোঁজ থাকত। সিআইডি প্রাথমিকভাবে জানতে পেরেছে, বিভিন্ন দুঃস্থ মহিলাদের জোগাড় করে তাদের ‘সারোগেট মাদার’ হিসাবে ব্যবহার করা হত এবং পরে সেই শিশু বিক্রি করা হত।
মানিক হালদার প্রায় ৫ বছর ধরে পাচার চক্রের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই মানিক হালদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।