CM Mamata Banerjee: অসৎ প্রোমোটারদের ব্ল্যাক লিস্টেড করে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর
Credai: কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারেও ক্রেডাই-কে অগ্রণী ভূমিকা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, মেডিক্যাল কলেজ, টাউনশিপ, যা খুশি করতে পারেন। তবে কত কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, সে বিষয়ে স্পষ্ট রূপরেখা দিতে হবে।
কলকাতা: রাজ্য সরকারের সহায়তায় ও জমি সরলীকরণ নীতির ফলে রিয়েল এস্টেট (Real Estate) ব্যবসা গত ১২ বছরে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। আগামী দিনে এই ব্যবসার আরও অগ্রগতি ঘটবে বলে রিয়েল এস্টেট কনভেনশনের মঞ্চ থেকেই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সেক্টরে অনেক অসৎ ব্যবসায়ী রয়েছেন। তাঁদের সতর্ক করে রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এরকম বেশ কয়েকজন ব্যবসায়ীকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বলেও জানান তিনি (CM Mamata Banerjee)।
এদিন রিয়েল এস্টেট কনভেনশন মঞ্চে ব্যবসায়ী, শিল্পপতিদের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারও উপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “অনেক ব্ল্যাক লিস্টেড প্রোমোটার আছে, যারা টাকা নিয়ে নেয় কিন্তু বাড়ি দেয় না। সম্প্রতি এরকম অনেক ঘটনা সামনে আসছে। ডিজি ও পুলিশ কমিশনারকে অনুরোধ, এই ধরনের অভিযোগ এলে কড়া পদক্ষেপ করুন এবং তাঁদের ব্ল্যাক লিস্টেড করুন।” একইসঙ্গে আবাসন ব্যবসায়ীদের প্রতি মুখ্যমন্ত্রীর অনুরোধ, “যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, বাড়ি নেই, তাদের জন্য বাড়ি করে দিন। সেটা দামি নয়, একটু সস্তায় করে দিন, যাতে তারা কিনতে পারে।”
অন্যদিক, কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারেও ক্রেডাই-কে অগ্রণী ভূমিকা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, মেডিক্যাল কলেজ, টাউনশিপ, যা খুশি করতে পারেন। তবে কত কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, সে বিষয়ে স্পষ্ট রূপরেখা দিতে হবে। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পই (MSME) অগ্রাধিকার বলেও জানান মুখ্যমন্ত্রী।