Kunal Ghosh: চাকরিহারাদের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন মমতার, সবটা জানালেন কুণাল
Recruitment Case: চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কয়েকঘণ্টা পর এক্স হ্যান্ডলে কুমাল ঘোষ লেখেন, "সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী। আজ নেতাজি ইন্ডোরের সভায় এবিষয়ে সবিস্তার বার্তা দিয়েছেন তিনি।"

কলকাতা: চাকরিহারাদের পাশে রয়েছেন। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনওভাবেই না যায়, তার ব্যবস্থা করার কথা বলেছেন। মমতার এই বার্তার কয়েকঘণ্টা পরই এক্স হ্যান্ডলে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লিখলেন, আইনি প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয়, তা নিয়ে নজরদারির জন্য মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। এদিন নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আমি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরিপ্রার্থীদের কারও চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার প্রতিশ্রুতি।” তারপরই তিনি জানান, যোগ্যরা যাতে চাকরি ফিরে পান, তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই ২ মাসের মধ্যে কমপ্লিট হবে।
চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কয়েকঘণ্টা পর এক্স হ্যান্ডলে কুমাল ঘোষ লেখেন, “সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী। আজ নেতাজি ইন্ডোরের সভায় এবিষয়ে সবিস্তার বার্তা দিয়েছেন তিনি। ইন্ডোরের সভার পর এবিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি। তাতে থাকছেন শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।”
এই খবরটিও পড়ুন




কী কাজ করবে এই বিশেষ টাস্ক ফোর্স? তাও জানিয়েছেন কুণাল। তিনি লিখেছেন, “মুখ্যমন্ত্রী আইনি পথেই যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে বিলম্ব না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায়, তা মনিটর করবে এই টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন।”





