গুরুতর আঘাত, ফুলে গিয়েছে পা, শ্বাসকষ্ট নিয়ে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মমতা
৮ সদস্যের মেডিক্যাল টিম, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মমতা।
কলকাতা: নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই ভর্তি করা হয়েছে এসএসকেএমে। পায়ে লেগেছে গুরুতর আঘাত, ফুলে গিয়েছে পা। রয়েছে শ্বাসকষ্ট, বুকে ব্যাথাও। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন মমতা। তাঁর জন্য ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাওয়া খবর অনুযায়ী, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। বাঁ পায়ের একটি অংশ বেশ ফুলে গিয়েছে। সেই ফোলা কমে কিনা সে দিকে খেয়াল রাখবেন চিকিৎসকেরা। এ দিনই তাঁর সিটি স্ক্যান হবে বলে জানা গিয়েছে।
নন্দীগ্রামে গিয়ে চোট পেয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিরুলিয়ার মন্দির থেকে বেরোনোর সময় গুরুতর চোট পান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর গাড়ির দরজা জোরে ঠেলে বন্ধ করে দেওয়া হয়। তাতেই আঘাত পান মুখ্যমন্ত্রী। রীতিমতো কাতরাতে থাকেন। গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করানো হয়।