Mamata Banerjee: পাড়ায়-পাড়ায় মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন BJP-র: মমতা
Kolkata: এ দিন প্রথমে তিনি সরব হয়েছিলেন, অমর্ত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠানো নিয়ে। এরপর মঞ্চে উপস্থিত দেবকে দাঁড় করিয়ে বলেন, "বাংলার সুপারস্টার। তাঁকেও নোটিস পাঠানো হয়েছে।" নির্বাচন কমিশন যে ইচ্ছাকৃত নাম বাদ দিচ্ছে সে কথা বারেবারে বলতে থাকেন তৃণমূল সুপ্রিমো।

কলকাতা: বিজেপিকে বেলাগাম আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার হাজরা মোড় থেকে সভা করেছিলেন তিনি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আসন্ন নির্বাচনে বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। এমনকী, এসআইআর ইস্যুতে যেভাবে নাম বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককেও আক্রমণ করেন মমতা।
এ দিন প্রথমে তিনি সরব হয়েছিলেন, অমর্ত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠানো নিয়ে। এরপর মঞ্চে উপস্থিত দেবকে দাঁড় করিয়ে বলেন, “বাংলার সুপারস্টার। তাঁকেও নোটিস পাঠানো হয়েছে।” নির্বাচন কমিশন যে ইচ্ছাকৃত নাম বাদ দিচ্ছে সে কথা বারেবারে বলতে থাকেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “নতুন জেনারেশনের নাম কেটে দিচ্ছে। ভ্যানিশবাবু দেড় কোটি ভোট কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে। আর মেয়ে জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ।”
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ভোটারদের প্রসঙ্গও তুলেছেন। এত জনকে কীভাবে মৃত ভোটার দেখানো হয়েছে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেছেন যে, অভিষেক আজ মৃত ভোটারদের সঙ্গে দুপুরে খাওয়া-দাওয়া করেছেন। অর্থাৎ জীবিত মানুষকে কেন মৃত দেখানো হয়েছে সেই নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা। বলেন, “ অভিষেক আজ গেছে, আমি শুনলাম, ও নাকি মৃত ব্যক্তিদের সঙ্গে লাঞ্চ করছে। আসলে জীবীত। ভোটার লিস্টে মৃত।” এরপরই তিনি বলেন, “বিদায় আসন্ন। বিদায় ঘণ্টা বাজছে। পাড়ায়-পাড়ায় বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন। পাড়ায়-পাড়ায় মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন।” তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশ, “আর যাঁরা মারা গিয়েছেন, তাঁদের নামের লিস্ট এলাকায় টাঙান। শহিদদের শ্রদ্ধা জানান।”
