Mamata Banerjee: নবান্নের ১৪ তলায় নয়, আচমকা ১২ তলার অর্থ-দফতরে হাজির মমতা, তারপরই…
CM Mamata Banerjee: আজ নবান্ন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তারপর চোদ্দ তলায় না গিয়ে বারো তলায় অর্থ দফতরে ঢোকেন। প্রায় মিনিট ছয় থেকে সাত মিনিট সেখানে ছিলেন।

কলকাতা: ‘কাজ কম। মিটিং-মিছিল বেশি হয়। বামপন্থী রাজনীতি আলোচনা বেশি হয়।’ অর্থদফতর নিয়ে এই অভিযোগ করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজ মঙ্গলবার আচমকাই সেই দফতরে ‘সারপ্রাইজ ভিজট’ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ছ থেকে সাত মিনিট সেখানে ছিলেন তিনি। আচমকা কেন মমতা সেখানে? উঠছে প্রশ্ন।
আজ নবান্ন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তারপর চোদ্দ তলায় না গিয়ে সোজা বারো তলায় অর্থ দফতরে ঢোকেন। মুখ্যমন্ত্রী এসেছেন জানতে পেরে অর্থ সচিব প্রভাত মিশ্র বেরিয়ে আসেন। টুকটাক কথা বলে মুখ্যমন্ত্রীর করিডরে হেঁটে উপরে উঠে যান। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে অর্থ দফতরের কর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আবদার রাখেন।
প্রসঙ্গত, এর আগে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় অর্থ সচিবের উদ্দেশ্য বলেছিলেন, “অর্থ দফতরের সচিব প্রভাত মিশ্র খুব ভাল মানুষ। কিন্তু তোমার দফতরে অনেক বামপন্থী লোক আছে। এটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগ লোকই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। দরকার হলে নতুন লোক নিয়ে এসে কাজ করাও।” একই সঙ্গে তাঁর সংযোজন ছিল, এই দফতরে ফাইলের পর ফাইল পড়ে থাকে। মিটিং মিছিল করেন একাংশ লোকজন। এরপর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা অর্থ দফতরে যাওয়া কি সেই কারণেই? প্রশাসনিক মহলে সেটাই এখন চর্চার বিষয়।





