নবান্ন থেকে ফেরার পথে রাজভবনে গেলেন মমতা, বেরিয়ে এলেন প্রায় ২ ঘণ্টা পর

Mamata Banerjee: যদিও ঠিক কী নিয়ে রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক প্রধানের আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

নবান্ন থেকে ফেরার পথে রাজভবনে গেলেন মমতা, বেরিয়ে এলেন প্রায় ২ ঘণ্টা পর
ছবি-PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 5:40 PM

কলকাতা: শেষবার তাঁদের দেখা হয়েছিল বিধানসভা অধিবেশন শুরুর দিনে। বুধবার ফের একবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে তিনি রাজভবনে এই সফর করছেন। যদিও ঠিক কী নিয়ে রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক প্রধানের আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রায় ২ ঘণ্টা সময় কাটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে আসেন মমতা।

তবে সূত্রের খবর, রাজ্যে বিধান পরিষদ তৈরি করতে চেয়ে রাজ্য সরকার যেহেতু সক্রিয়তা দেখাচ্ছে, ফলে সেই বিষয় নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে দু’জনের মধ্যে। বুধবার নবান্নে করোনা বিধি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সোজা রাজভবনের দিকে ঘুরে যায় তাঁর গাড়ির চাকা। সূত্রের খবর, এ দিন পৌনে ৪ টে নাগাদ রাজভবনে ঢোকেন মমতা। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গেও রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সামনে মুখ খুলতে পারেন। এ ছাড়াও বিধানসভায় মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে গতকালই রাজভবনে গিয়ে নালিশ জানিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারীরা। সেই নিয়েও মমতা ধনখড়ের আলোচনা হয়ে থাকতে পারে।

জগদীপ ধনখড় রাজ্যের সাংবিধানিক প্রধান রূপে দায়িত্ব নেওয়ার পর রাজভবন ও রাজ্য সরকারের সম্পর্ক একপ্রকার তলানিতে ঠেকেছে। তবে সমগ্র বিতর্কে নতুন অধ্যায় যুক্ত হয় যখন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে জৈন হাওয়ালা মামলায় জড়িত থাকার অভিযোগ তোলেন। রাজ্যপালও অবশ্য সমস্ত অভিযোগ নস্যাৎ করে দেন। তবে লক্ষ্যণীয় ভাবে, সেই ঘটনার পর থেকে ধনখড়ের ঘনঘন টুইটের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে।

তবে এই বিতর্কের পরই বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার দিন মুখোমুখি হয়েছিলেন ধনখড় ও মমতা। সেই সময়ও তাঁদের দু’জনকে একান্ত আলোচনায় মজে থাকতে দেখা যায়। তবে বাজেটে রাজ্যপালের যে উদ্বোধনী ভাষণ রাজ্য়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা নিয়েও ধনখড় আপত্তি তুলেছিলেন। তাও সেই ভাষণের অল্প কয়েক লাইন পড়েই বিজেপি বিধায়কদের হট্টগোলে থেমে যেতে হয়েছিল তাঁকে। আরও পড়ুন: নন্দীগ্রাম মামলায় নোটিস জারি হাইকোর্টের, নথি সংরক্ষণের নির্দেশ দিল আদালত