Iftar Party : বালিগঞ্জে বাবুলকে জেতানোয় ইফতারে এসে ধন্যবাদ জানালেন মমতা

বালিগঞ্জেই এবার প্রার্থী হয়েছিলেন বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রেই পড়ে পার্ক সার্কাস এলাকা। সেখানেই হচ্ছে এই ইফতার পার্টি।

Iftar Party : বালিগঞ্জে বাবুলকে জেতানোয় ইফতারে এসে ধন্যবাদ জানালেন মমতা
ছবি- ইফতার পার্টিতে মমতা-বাবুল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 8:16 PM

কলকাতা : পার্ক সার্কাসে কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) আয়োজিত ইফতার পার্টিতে (Iftar Party) বৃহষ্পতির সন্ধ্যায় কার্যত চাঁদের হাঁট বসে। একযোগে হাজির হতে দেখা তৃণমূল প্রায় সমস্ত শীর্ষ নেতৃত্বকেই। এই অনুষ্ঠানের মধ্যমণি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Bandopadhyay) তা আর বলার অপেক্ষা রাখে। এছাড়াও উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়রা (Babul Supriya)। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রের মতো নেতা-নেত্রীরাও। এদিকে করোনার জন্য প্রায় দু’বছর বন্ধ ছিল ইফতার পার্টি। কিন্তু বর্তমানে করোনার কামড় কমতেই ফের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। যা নিয়ে গত কয়েকদিন ধরেই সাজসাজ রব ছিল পার্ক সার্কাসে।

প্রসঙ্গত কিছুদিন আগে হয়ে গিয়েছে বালিগঞ্জ উপনির্বাচন। এই বালিগঞ্জেই এবার প্রার্থী হয়েছিলেন বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়। প্রয়াত তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের এই কেন্দ্রে এবারেও জয় পায় ঘাসফুল শিবির। তবে বাবুলের নামে জয় লেখা হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের থেকে জয়ের মার্জিন অনেকটাই কমে। এই কেন্দ্রেই পড়ে পার্ক সার্কাস এলাকা। এখানে ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডে ভোট প্রাপ্তির নিরিখে তৃণমূলকে ছাপিয়ে এগিয়ে যায় বামেরা। এই দুটি ওয়ার্ড ছাড়াও এই উপনির্বাচনী ক্ষেত্রের একটি বড় অংশ মূলত মুসলিম অধ্যুষিত। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাবুলের কারণেই এই কেন্দ্রে জয় পেয়েও স্বস্তি ছিল না তৃণমূলের মনে। রাজনৈতিক বিশেষজ্ঞদের সাফ বক্তব্য ছিল বাবুলকে গ্রহণ করেনি এই কেন্দ্রের বড় অংশের সংখ্যালঘুরা।

এবার সেই পার্ক সার্কাসে বাবুলের সঙ্গে মমতার একযোগে ইফতার পার্টিতে যোগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। সন্ধ্যা ৬টার পর ইফতার পার্টিতে আসেন মমতা। অনুষ্ঠান প্রাঙ্গনে মমতা পা রাখতেই তুমুল উচ্ছ্বাস দেখতে পাওয়া যায় সকলের মধ্যে। ঢুকতেই বাবুল সুপ্রিয় সঙ্গে হাসি মুখে কথাও বলেন তিনি। কুশল বিনিময়ও করেন অন্যান্যদের সঙ্গে। পাশাপাশি এই কেন্দ্র থেকে বাবুলকে জিতিয়ে আনার জন্য এলাকার সংখ্যালঘু মানুষদের ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুন- কয়লা সঙ্কটের জের, ৮ ঘণ্টার জন্য অন্ধকারে ডুবে যেতে পারে দেশের তিন রাজ্য