Winter Weather in West Bengal: পারদ নেমে গেল ১.৬ ডিগ্রিতে, পৌষ পার্বণে ‘প্রাণ’ ফিরে পাচ্ছে শীত
West Bengal Weather: শুধু কলকাতা নয়, জেলার দিকেও তাপমাত্রা কমছে। আজ কল্যাণীতে তাপমাত্রা রয়েছে ৭.৫ ডিগ্রি, শ্রীনিকেতনের তাপমাত্রা রয়েছে ৮ ডিগ্রি। ব্যারাকপুর, বহরমপুরের তাপমাত্রা আজ রয়েছে ১০ ডিগ্রিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিনে ঠান্ডা আরও কিছুটা বাড়বে।

কলকাতা: দু’দিনের ছোট বিরতি। আবার ফিরছে জাঁকিয়ে শীত (Winter)। নিম্নচাপের মেঘ সরতেই বাড়ছে হিমেল হাওয়ার গতি। ঝুপ করে কমল তাপমাত্রা। মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। কতটা শীত থাকবে? কতদিনই বা চলবে এই হাড় কাঁপানো ঠান্ডা?
শ্রীলঙ্কায় নিম্নচাপের প্রভাবে মেঘ ঢুকেছিল পশ্চিমবঙ্গের আকাশে। মেঘের কারণে বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া, যে কারণে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছিল। তবে আজ আবার কমে গেল তাপমাত্রার পারদ। আজ ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা, যেখানে গতকাল অর্থাৎ রবিবারই কলকাতায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে আরও কিছুটা শীত বাড়বে বলেই পূর্বাভাস। জাঁকিয়ে শীত বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে।
সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে বিক্ষিপ্তভাবে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের চার জেলাতে আরও দু-তিন দিন ঘন কুয়াশার সতর্কবার্তা।
শুধু কলকাতা নয়, জেলার দিকেও তাপমাত্রা কমছে। আজ কল্যাণীতে তাপমাত্রা রয়েছে ৭.৫ ডিগ্রি, শ্রীনিকেতনের তাপমাত্রা রয়েছে ৮ ডিগ্রি। ব্যারাকপুর, বহরমপুরের তাপমাত্রা আজ রয়েছে ১০ ডিগ্রিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিনে ঠান্ডা আরও কিছুটা বাড়বে। আগামীকাল আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
উত্তরবঙ্গের তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার চাদর রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে। চলবে শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের চার জেলায় আজও ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোনও হেরফের হবে না আগামী পাঁচ থেকে সাত দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
আলিপুরদুয়ারে তাপমাত্রা রয়েছে ১২.৪ ডিগ্রিতে, দমদমে তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, দীঘায় তাপমাত্রা রয়েছে ১১.৬ ডিগ্রি, পুরুলিয়ায় তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, কল্যাণীতে তাপমাত্রা রয়েছে ৭.৫ ডিগ্রি। দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ৩.৬ ডিগ্রি, কালিম্পংয়ে তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি, কোচবিহারে ৯.১ ডিগ্রি, জলপাইগুড়িতে ৯.৭ ডিগ্রি তাপমাত্রা। দার্জিলিংয়ে এক সময়ে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১.৬ ডিগ্রিতে।
