Gangasagar Mela: মাথায় কোভিড উদ্বেগ, গঙ্গাসাগর মেলায় সংক্রমণ রুখতে বড় পরিকল্পনা ফিরহাদদের
Gangasagar Mela: গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ থাকছে প্লাস্টিক। কোনওরকমের প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্লাস্টিক বর্জন করার আবেদন জানানো হয়েছে।
কলকাতা: সামনেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পৌরনিগম। এদিন মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পৌর প্রশাসনের একটি বৈঠক হয় কলকাতা পৌরনিগমের কনফারেন্স রুমে। বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, বিভাগীয় ডি জি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে বাবুঘাটে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় বৈঠকে। গঙ্গাসাগর নিয়ে এখন থেকেই তৎপর কলকাতা পুরনিগম, কাজও শুরু হয়ে গিয়েছে বলে বৈঠকের পর জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ বলেন, প্রিন্সেপ ঘাটে আমাদের দায়িত্বে থাকে। সেখানে ব্যবস্থাপনা কী কী হবে? সিসিটিভি কত হবে? বাস কত থাকবে? সব বিষয়ে এদিন আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি এও জানান, এলাকার খারাপ রাস্তার মেরামতির কাজও শুরু হবে দ্রুত। তিনি বলেন, গঙ্গাসাগর যাঁরা যাবেন তাঁদের জন্য ক্লক রুম থাকবে। পিএইচই দেখবে প্যান্ডেল , পুলিশ নিরাপত্তা দেখবে, পরিবহন দফতর বাস দেখবে। স্বাস্থ্য এবং টয়লেট সহ জঞ্জাল অপসারণ কাজ কলকাতা পুরসভা দেখবে।
তবে গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ থাকছে প্লাস্টিক। কোনওরকমের প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্লাস্টিক বর্জন করার আবেদন জানানো হয়েছে। এদিকে এরইমধ্যে কোভিডের নয়া স্ট্রেনে উদ্বেগ বেড়েছে গোটা দেশে। বাংলাতেও নতুন আক্রান্তের খবর এলেও এখন পর্যন্ত নয়া স্ট্রেনের প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে গঙ্গসাগর মেলায় কোভিড রুখতে কোনও কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ফিরহাদ জানান, মেলায় কোভিড টেস্টিং ব্যবস্থা রাখা হবে। যদি কেউ পজিটিভ হন দ্রুত তাঁদের বেলেঘাটা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। অন্যান্য শারীরিক অসুস্থতা থাকলে এম আর বাঙ্গুর এবং এসএসকেএমএ পাঠানো হবে। সেই পরিকাঠামো তৈরি রাখা হয়েছে। ফিরহাদ বলেন, করোনা কোনওদিন যায়নি। আগেও করোনা ছিল, এখনও করোনা আছে। তবে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি।