AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Left-Cong: বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস? আজ সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

বললেন, "মানুষ চাইছে আমরা একলা লড়াই করি। আমরা এখন আমাদের যে শক্তি তাতে একলা চলতে পারি। আমরা বিষয়টিকে এআইসিসিকে জানিয়েছি। কোনও পক্ষ যখন দুর্বল হয়, তখন আরেকটি পক্ষকে ধরে এগোতে চায়। আমরা এখন শক্তিশালী হয়েছি আগের তুলনায়। তাই এখন একলা চলার পক্ষে কংগ্রেস।"

Left-Cong: বামেদের সঙ্গে কি জোট করছে কংগ্রেস? আজ সরাসরি স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2025 | 5:36 PM
Share

কলকাতা:  বাংলায় বামেদের সঙ্গে জোট নিয়ে জোট আশাবাদীদের নিরাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি  বললেন, “মানুষ চাইছে আমরা একলা লড়াই করি। আমরা এখন আমাদের যে শক্তি তাতে একলা চলতে পারি। আমরা বিষয়টিকে এআইসিসিকে জানিয়েছি। কোনও পক্ষ যখন দুর্বল হয়, তখন আরেকটি পক্ষকে ধরে এগোতে চায়। আমরা এখন শক্তিশালী হয়েছি আগের তুলনায়। তাই এখন একলা চলার পক্ষে কংগ্রেস।”

শুভঙ্করের বক্তব্য, “এখন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবই ধর্মীয় মেরুকরণের পথে চলছে। তার কারণ মানুষের চাহিদা চাকরি, খাদ্য, বাসস্থান, আইনশৃঙ্খলা এ সব কিছুই এখন তুচ্ছ। কারণ কোনও সরকারই মানুষের কোনও চাহিদা পূরণ করতে পারছে না। তাই এসব থেকে নজর ঘোরানোর জন্য সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছে।”

প্রসঙ্গত, একুশের নির্বাচনে বামেদের সঙ্গে জোটেই লড়েছিল কংগ্রেস। জোট করেছিল আইএসএফও। সেবারই আত্মপ্রকাশ করেছিল আইএসএফ। এবারও ‘জোট করতে চান’ বলে বামফ্রন্ট চেয়ারম্যান  বিমান বসুকে চিঠি দিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। সূত্রের খবর, শনিবার জোট গড়ার লক্ষ্যে আলিমুদ্দিন স্ট্রিটে দু’পক্ষের বৈঠক হয়েছে বলেও জানা যায়। সেখানেই ‘আসন সমঝোতা’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু সেখানে ছিল না কংগ্রেস। তা নিয়ে বিস্তর জলঘোলা হয় রাজনৈতিক মহলে। এদিন জোট নিয়ে প্রদেশ কংগ্রেসের অবস্থান বোঝালেন শুভঙ্কর। তাঁর বক্তব্য, ‘কংগ্রেসে এখন তার দুপায়ে চলতে সক্ষম।’ তবে এটাও বুঝিয়ে রেখেছেন, রাজনীতির সমীকরণ সবই সম্ভাবনাময়। তাই সমীকরণ বদলাতেই পারে ভবিষ্যতে।