AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baranagar: ‘সব ঠিক আছে তো?’, শুনানি কেমন হচ্ছে? দেখতে ছুটলেন সায়ন্তিকা

North 24 Pargana: সায়ন্তিকা বলেন, "আমরা চেষ্টা করছি সকলে যাতে এসআইআর-এ নাম তুলতে পারে। এখন তো নতুন করে আমাদের প্রমাণ দিতে হচ্ছে যে আমরা দেশের নাগরিক। প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। কিছু-কিছু জিনিস আছে যা কমিশনকে বলার পরও ক্লিয়ার হচ্ছে না।"

Baranagar: 'সব ঠিক আছে তো?', শুনানি কেমন হচ্ছে? দেখতে ছুটলেন সায়ন্তিকা
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 28, 2025 | 5:26 PM
Share

বরাহনগর: বরাহনগর বিধানসভার এসআইআর-এর কাজ খতিয়ে দেখলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।৫৪ ৫৫ ও ৫৬ নম্বর বুথে চলছে রবিবার চলছিল এসআইআর-এর শুনানির কাজ। আরএসআইআর (SIR)-এর হেয়ারিং চলাকালীন বিএলওদের কাজ খতিয়ে দেখেন বিধায়ক সায়ন্তিকা। এসআইআর প্রক্রিয়া সোজা নিজেই চলে যান বরানগর বনহুগলি হাইস্কুলের সমস্ত বুথে বুথে। সেখানে গিয়ে বিএলও-দের কাজ নিয়ে সতর্ক করলেন। এমনকী, বিধায়ক বললেন, BLO-দের বললেন ঠিক মতো কাজ করতে হবে। পাশাপাশি হেয়ারিংয়ে আসা ভোটারদের আশ্বস্ত করলেন সায়ন্তিকা। তাঁদের কোনও রকম কোনও সমস্যা হবে না।

সায়ন্তিকা বলেন, “আমরা চেষ্টা করছি সকলে যাতে এসআইআর-এ নাম তুলতে পারে। এখন তো নতুন করে আমাদের প্রমাণ দিতে হচ্ছে যে আমরা দেশের নাগরিক। প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। কিছু-কিছু জিনিস আছে যা কমিশনকে বলার পরও ক্লিয়ার হচ্ছে না। শুনানির ভেনু, টাইমিং এর কোনও তালিকা আমাদের কাছে নেই। আজকে হিয়ারিং হচ্ছে। বিএলওরা সিঙ্গেল সিঙ্গেল করে মানুষকে ফোন করছে। যে সমস্ত অসুস্থ ভোটার রয়েছেন, বা যাঁরা শুানানিতে যেতে পারছেন না তাঁদের কীভাবে আমরা সাহায্য করব? ২০ হাজার মানুষের আনম্যাপড এখানে।” তিনি আরও বলেন, “আমরা চাইব কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। কিন্তু কমিশন কারও অঙ্গুলীহিলনে কাজ করছে। আমরাও চাই বৈধ ভোটাররা ভোট দিক।”