AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mitali Roy Joining: ‘২০২১ থেকে কোনও শিক্ষাই নেয়নি’, মিতালি প্রসঙ্গে আক্ষেপ বিজেপির কোচবিহারের জেলা সম্পাদকের

রবিবারই মিতালির যোগদানের পর নীচুতলার বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ সামনে এসেছিল। রবিবার রাতেই মিতালী রায়ের যোগদান নিয়ে দলের শীর্ষনেতাদের নেতাদের নিশানা করলেন কোচবিহারের বিজেপির জেলা সম্পাদক অজয় সাহা।

Mitali Roy Joining: ‘২০২১ থেকে কোনও শিক্ষাই নেয়নি’, মিতালি প্রসঙ্গে আক্ষেপ বিজেপির কোচবিহারের জেলা সম্পাদকের
মিতালির যোগদানে হতাশ কোচবিহার বিজেপি জেলা সম্পাদকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 8:22 AM
Share

ধূপগুড়ি: উপনির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়। প্রাক্তন বিধায়ককে দলে নিয়ে ভোটের আগে শাসকদলকে ‘ঝটকা’ দিতে চেয়েছিল পদ্মশিবির। কিন্তু এই যোগদান ঘিরে বিজেপির শিবিরের অন্দরের অসন্তোষ সামনে এসেছে। রবিবারই মিতালির যোগদানের পর নীচুতলার বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ সামনে এসেছিল। রবিবার রাতেই মিতালী রায়ের যোগদান নিয়ে দলের শীর্ষনেতাদের নেতাদের নিশানা করলেন কোচবিহারের বিজেপির জেলা সম্পাদক অজয় সাহা। মিতালির যোগদানের পর তাঁর আক্ষেপ- “২০২১ থেকে বিজেপি এখনও পর্যন্ত কোনও শিক্ষাই নেয়নি।”

২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের অনেক নেতা-বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে। এ রকম দলত্যাগী অনেকেই বিধানসভা ভোটে পদ্মশিবিরের টিকিট পেয়েছিলেন। কিন্তু তাতেও বাংলা দখল সম্ভব হয়নি। বদলে ভোটের পর অনেকে আবার ফিরেছিলেন তৃণমূলে। মিতালি রায়ের যোগদানের পর এই বিষয়টির উল্লেখই নিজের ফেসবুক পোস্টে করেছেন কোচবিহারের জেলা সম্পাদক। নিজের ফেসবুক পোস্টে অজয় সাহা লিখেছেন, “তৃণমূলে গুরুত্ব না পেয়ে বিজেপিতে। ২০২১ থেকে বিজেপি এখনও পর্যন্ত কোনও শিক্ষাই নেয়নি। ২০২১এ বিধানসভার তৃণমূল প্রার্থী যে মিতালি রায়কে ধূপগুড়িবাসী প্রত্যাখ্যান করল এবং পরাজিত হল বিজেপির কাছে। ২০২৩ এ এসে সেই কি না বিজেপিকে জেতাবে?”

এই সমালোচনার পাশাপাশি ওই পোস্টে বিজেপির পুরনো কর্মীদের দলত্যাগের বিষয়েও সরব হয়েছেন অজয় সাহা। বঙ্গ বিজেপির এই অবস্থার জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করেছেন তিনি। এ নিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, “বিজেপির দুর্দিনের কার্যকর্তা দীপেন প্রামাণিক ও অনেক পুরনো ভালো ভালো কার্যকর্তা দল ছেড়ে চলে যাচ্ছে এবং বসে যাচ্ছে। আর তৃণমূল থেকে চোরচোট্টাগুলো বিজেপিতে ঢুকছে, সেটা নিয়ে কারও মাথাব্যথা নেই। রাজ্য নেতারা দলে নিজেদের ব্যর্থতা ঢাকতে ও গুরুত্ব বাড়াতে বঙ্গ বিজেপিকে শেষ করে ছাড়ছে।”

যদিও অজয় সাহার এই বক্তব্যেরপ প্রেক্ষিতে বিজেপির রাজ্য স্তরের কোনও নেতা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।