দেশ জুড়ে করোনার উর্ধ্বমুখী গ্রাফ, বড় সিদ্ধান্ত নিল রেল!

করোনা সংক্রমণ (Corona Update)এড়াতে বড় সিদ্ধান্ত রেল (Rail) বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মার (Railway Board Charman Sunnet Sharma)।

দেশ জুড়ে করোনার উর্ধ্বমুখী গ্রাফ, বড় সিদ্ধান্ত নিল রেল!
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 10:59 AM

কলকাতা: করোনা সংক্রমণ (Corona Update)এড়াতে প্রচারের নির্দেশ। সব রেল জোনাল ম্যানেজারকে চিঠি করেছেন রেল (Rail) বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা (Railway Board Charman Sunnet Sharma)। সেখানে বলা হয়েছে, সমস্ত জোনগুলিকে সচেতন থাকতে হবে।

দেশ জুড়ে যেভাবে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, তা রুখতে মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে তৎপর মন্ত্রক। প্রতিটি রেল স্টেশন, বিশেষত বড় রেল স্টেশনগুলিতে পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। টিকিট কাউন্টার কিংবা প্ল্যাটফর্মের প্রবেশপথে পোস্টার লাগাতে হবে। একই সঙ্গে সচেতনতা শিবির করতে হবে বিভিন্ন জায়গায়। যাত্রীরা স্টেশনে মাস্ক ব্যবহার করছেন কিনা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন কিনা, সে বিষয়ে কড়া নজর রাখতে হবে। দ্রুত এই পদক্ষেপ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত মন্ত্রককেই জানিয়ে দেওয়া হয়েছে, তাদের নিজস্ব যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে, তাদেরকেই এই বিষয়ে সচেতন করে দিতে হবে। রেলের প্রত্যেকটি জোন যাতে সচেতন থাকে, সে ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।

উল্লেখ্য, বুধবার ফের লাখের গণ্ডি পেরল করোনা সংক্রমণ। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ২৬৯ জন। বেড়েছে মৃতের সংখ্যাও। এক দিনে মৃত্যু হয়েছে ৬৩১ জনের। চোখ রাঙাচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। দৈনিক সংক্রমণ ৫৫ হাজার পার। হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব রয়েছে প্রবল।

আরও পড়ুন: সর্বকালের রেকর্ড, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, বাড়ছে মৃত্যুও

গত ২৪ ঘণ্টায় শুধু মুম্বইতে দশ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। পুণেতে ১১ হাজার ৪০ জন পজিটিভ, নাসিকে সংখ্যাটা ৪ হাজার ৩৫০ জন, নাগপুরে দৈনিক সংক্রমণ ৩ হাজার ৭৫৩ পজিটিভ কেস। ১১ টা রাজ্যের সংক্রমণ মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লক্ষ ৯৯ হাজার ৭৪৬জন। সক্রিয় রোগী ৮ লক্ষ ৪৩ হাজার ৭৭৯, মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ২০৮। করোনার দাপট রুখতে তাই ব্যাপক হারে জনসচেতনতা করার এই নির্দেশ দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা।