AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Service Commission: স্বচ্ছতা রাখতে ব্যবহার জায়েন্ট স্ক্রিন, আজ থেকে শুরু শিক্ষক নিয়োগের কাউন্সেলিং

গত কয়েক মাস ধরেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে। তাতে মুখ পড়েছে কমিশনেরও। তাই এই কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজেদের সততা প্রমাণে মরিয়া কমিশন। এই কাউন্সেলিং কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জের হয়ে উঠেছে। দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে তাই সতর্ক এসএসএসি।

School Service Commission: স্বচ্ছতা রাখতে ব্যবহার জায়েন্ট স্ক্রিন, আজ থেকে শুরু শিক্ষক নিয়োগের কাউন্সেলিং
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 9:50 AM
Share

কলকাতা: উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে সোমবার। আট বছর পর অবশেষে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে হবে এই কাউন্সেলিং। প্রথম দিন ৩০০ জন চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। সকাল ৯টা থেকে শুরু হবে এই কাউন্সেলিং। তা চলবে দুপুর ২ টো পর্যন্ত।

গত কয়েক মাস ধরেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে। তাতে মুখ পড়েছে কমিশনেরও। তাই এই কাউন্সেলিংয়ের মাধ্যমে নিজেদের সততা প্রমাণে মরিয়া কমিশন। এই কাউন্সেলিং কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জের হয়ে উঠেছে। দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে তাই সতর্ক এসএসএসি। পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ভাবে পরিচালনার জন্য একাধিক পদক্ষেপও করা হয়েছে কমিশনের তরফে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গোটা কাউন্সেলিং প্রক্রিয়া বড় স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। সেই স্ক্রিনে ফুটে উঠবে বিভিন্ন স্কুলে শূন্যস্থানের স্ট্যাটাস। সকাল ৯টা থেকে চাকরিপ্রার্থীদের কমিশনের অফিসের সামনে লাইনে দাঁড়াতে হবে। ক্রম অনুযায়ী তাঁদের অফিসের ভিতর বসানো হবে। নথি যাচাই করা হবে। এর জন্য বেশ কয়েকটি ভেরিফিকেশন টেবিল থাকবে। ওয়েটিং রুমে বড় স্ক্রিনটি লাগানো হবে। আজ শুধু মাত্র স্কুল পছন্দ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আদালত অনুমতি দিলে তার পর দেওয়া হবে সুপারিশপত্র।