Bangladesh Army Chief: ‘নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে…’, সঙ্কটকালে বড় বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের
Bangladesh Army Chief: একাধিক ইস্যুতে দেশের অভ্যন্তরেই প্রবল সমালোচিত হচ্ছেন ইউনূস। এরইমধ্যে এক অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে মারাত্মক ক্ষুব্ধ তা পরিষ্কারভাবে নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন সেনা প্রধান।

কলকাতা: পদত্যাগ করবেন ইউনূস? এটাই এখন কোটি টাকার প্রশ্ন বাংলাদেশে। চাপানউতোর চলছে পুরোদমে। সেনার সঙ্গে সে দেশের অন্তবর্তী সরকারের ফাটল যে ক্রমশ চওড়া হচ্ছে তা বিগত কয়েকদিনের গতিবিধিতেই স্পষ্ট। প্রকাশ্যেই তোপ তোপ দাগছেন একে অপরের বিরুদ্ধে। এমতাবস্থায় বড় সতর্কবার্তা ওয়াকর-উজ-জামান। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশ-জাতি বিপন্ন হবে। দেশজোড়া চাপানউতোরের মধ্যেই এমনটাই বলছেন বাংলাদেশের সেনাপ্রধানের।
এদিকে একাধিক ইস্যুতে দেশের অভ্যন্তরেই প্রবল সমালোচিত হচ্ছেন ইউনূস। এরইমধ্যে এক অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী যে মারাত্মক ক্ষুব্ধ তা পরিষ্কারভাবে নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন সেনা প্রধান। তা নিয়েও শুরু হয়েছে নতুন চর্চা। সেনাকেও ক্ষমতা বুঝিয়ে দিচ্ছেন ইউনূসের সতীর্থরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রকের বড় মাথা ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজর সাফ কথা অনধিকার চর্চা করছে বাংলাদেশের সেনা। তিনি বলছেন, আজকের দুনিয়ায় কোনও সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। রাজনীতির ক্ষেত্রে তারা নাকও গলায় না। তাঁর এ কথা নিয়েই চর্চা যখন পুরোদমে তার মধ্যে সেনাপ্রধানের বক্তব্য যে বিশষেভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।
