Recruitment Scam: ‘জানিয়ে দিন এই তদন্ত আপনাদের দ্বারা হবে না’, CBI- কে কড়া ভাষায় তোপ বিচারকের

Recruitment Scam: তদন্তে অসন্তোষ প্রকাশ করে বিচারক বলেন, 'অভিযুক্তদের আইনজীবীরা তো ঠিকই বলছেন। সিবিআই তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনকমপিটেন্সি। আইনের কিছু জানে না।'

Recruitment Scam: 'জানিয়ে দিন এই তদন্ত আপনাদের দ্বারা হবে না', CBI- কে কড়া ভাষায় তোপ বিচারকের
সিবিআই তদন্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 6:47 PM

কলকাতা : ‘ইয়ে ইনভেস্টিগেশন আপনি বস কি বাত নেহি হ্যায়’, এই ভাষাতেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে ভর্ৎসনা করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রানা দাম। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই ভাঙা রেকর্ড বাজাচ্ছে বলে আগেই মন্তব্য করেছিলেন বিচারক। বৃহস্পতিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ১৪ জনকে আদালতে পেশ করা হলে ফের একবার তদন্তকারী সংস্থার কাজ নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। অভিযুক্তদের আইনজীবীরা যা বলছেন, সেটাই ঠিক। এমন মন্তব্যও করেছেন বিচারক।

এদিন তদন্তে অসন্তোষ প্রকাশ করে বিচারক বলেন, ‘অভিযুক্তদের আইনজীবীরা তো ঠিকই বলছেন। সিবিআই তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনকমপিটেন্সি। আইনের কিছু জানে না।’ সিবিআই-এর আইনজীবীদের তিনি আরও বলেন, ‘আপনারা হাইকোর্টে গিয়ে জানিয়ে দিন এই তদন্ত আপনাদের দ্বারা হবে না। ইয়ে ইনভেস্টিগেশন আপনি বস কি বাত নেহি হ্যায়।’

বিচারক প্রশ্ন করেন, ‘আপনাদের এই যে রেকর্ড বেজেই চলেছে, আর কতদিন? কতদিন ধরে চলবে? নির্দিষ্ট সময় বেঁধে দিন।’ জবাবে সিবিআই-এর আইনজীবী বলেন, ‘অনেক দালাল, অনেক লোক যুক্ত। বিচারক বলেন, ‘যদি ধরে নিই এক হাজার জন যুক্ত। তাহলেও তদন্ত শেষ করতে হবে।’

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পার্থর জামিনের আর্জি জানান। তিনি বলেন, ‘পার্থ পাঁচবারের বিধায়ক। তাঁর নাম এফআইআরে নেই। এই মামলায় বার বার তাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে। তাহলে তো বলতে হবে কীভাবে। তার ব্যাপারে তদন্তকারী সংস্থাও কিছু বলছে না।’ পর পর যে রিমান্ড লেটার দেওয়া হচ্ছে সেখানে তদন্তের কোনও অগ্রগতির উল্লেখ নেই বলেও দাবি করেন পার্থর আইনজীবী।