COVID Bulletin: লাগাতার ৩ দিন! রাজ্যে দৈনিক সংক্রমণ ৫ হাজারের কম

Coronavirus cases in West Bengal: পর পর তিন দিন। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ পাঁচ হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫৯ জন।

COVID Bulletin: লাগাতার ৩ দিন! রাজ্যে দৈনিক সংক্রমণ ৫ হাজারের কম
ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2022 | 1:06 AM

কলকাতা : পর পর তিন দিন। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ পাঁচ হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫৯ জন। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৃত্যু হয়েছে ৩৪ জনের। উল্লেখ্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও, দৈনিক মৃত্যু এখনও বেশ উদ্বেগজনক। বিগত কয়েকদিন ধরেই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা হঠাৎ করেই বেড়ে গিয়েছে।

রাজ্যে বর্তমানে পজিটিভিটি রেটও অনেকটা কমে এসেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী পজিটিভিটি রেট ৭.৩২ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ হাজারেরও বেশি। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে অনেকটাই কম। তবে মৃত্যুর দিক থেকে এই দুই জেলাই এগিয়ে। রাজ্যের কোন জেলায় করোনা পরিস্থিতি কীরম দেখে নেওয়া যাক –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬২ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩০ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার -১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।

COVID 19

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -৭।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -১।

মালদহ– গতকাল আক্রান্ত ৩০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯১ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩৪ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৩৩ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার -৩।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার -০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৭ জন। মৃত্যু:মঙ্গলবার-১, বুধবার -০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -৩।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -১।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৫৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -১।

হুগলি– গতকাল আক্রান্ত ২০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার -২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৫৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০৪৫ জন। মৃত্যু: মঙ্গলবার-৭, বুধবার -৭।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬৮ জন। মৃত্যু: মঙ্গলবার-৯, বুধবার -১।

কলকাতা– গতকাল আক্রান্ত ৫৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৮৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৭, বুধবার -৬।

আরও পড়ুন : Mamata Banerjee: বাজেট অধিবেশনে কী হবে সংসদীয় রাজনীতির রুট ম্যাপ? সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা