COVID Update: রাজ্যে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, তবে পজ়িটিভিটি রেট এখনও উদ্বেগজনক

COVID 19 in West Bengal: পজিটিভিটির হার এখনও উদ্বেগজনক। গতকাল যে হার ছিল ১.৯৩ শতাংশ, আজ তা ১.৭৯ শতাংশ। রাজ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭৫ জন। গতকাল নমুনা পরীক্ষা হয়েছিল ৩৬ হাজার ৬০৩ হাজার। আজ সেই নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ২৭৫।

COVID Update: রাজ্যে কিছুটা কমল দৈনিক সংক্রমণ, তবে পজ়িটিভিটি রেট এখনও উদ্বেগজনক
কমল দৈনিক সংক্রমণ। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 11:41 PM

কলকাতা : গতকালই রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭০৫। আর ২৪ ঘণ্টা পর আক্রান্তের সংখ্যা এক লাফে বেশ কিছুটা কমল। বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৬৮। সোমবার ১১ জনের মৃত্যু হয়েছিল করোনা আক্রান্ত হয়ে। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছিল ১৩। বুধবার তা আবার কমে দাঁড়িয়েছে ১২।

পজিটিভিটির হার এখনও উদ্বেগজনক। গতকাল যে হার ছিল ১.৯৩ শতাংশ, আজ তা ১.৭৯ শতাংশ। রাজ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭৫ জন। গতকাল নমুনা পরীক্ষা হয়েছিল ৩৬ হাজার ৬০৩ হাজার। আজ সেই নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ২৭৫। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য। মঙ্গলবার থেকেই ফের করোনা বিধি- নিষেধ বাড়ানোর কথা জানানো হয়েছে।

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ১।

COVID Update West Bengal

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে

কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: মঙ্গলবার- ১, বুধবার- ০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার- ১, বুধবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৩৪ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: মঙ্গলবার- ১, বুধবার- ২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৩৬ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মঙ্গলবার- ১, বুধবার- ০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: মঙ্গলবার- ০, বুধবার- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: মঙ্গলবার- ১, বুধবার- ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: মঙ্গলবার- ১, বুধবার- ০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২২ জন। মৃত্যু: মঙ্গলবার- ৪, বুধবার- ৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: মঙ্গলবার- ১, বুধবার- ১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯১ জন। মৃত্যু: মঙ্গলবার- ২, বুধবার- ৪।

আরও পড়ুন : Weather Update: ডিসেম্বরের শীতে উষ্ণতার রেকর্ড? চেন্নাইয়ের ‘চঞ্চল’ বর্ষায় ফের ভিজবে বঙ্গ