AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona Update: বাংলায় বাড়ল মৃত্যু, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেট

Corona Update: হত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭০১ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। কলকাতা ও ২৪ পরগনাতেই সংক্রমণের হার বেশি।

Corona Update: বাংলায় বাড়ল মৃত্যু, স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেট
কোভিড বিধিতে জোর দিচ্ছে রাজ্য সরকার (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 7:08 PM
Share

কলকাতা : বেশ কিছুদিন ধরেই রাজ্যে সংক্রমণের পজিটিভিটি রেট ছিল ২-এর ওপরে। আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু, তবে এবার সেই হার নেমেছে ২-এর নীচে। দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমেছে, তবে মৃতের সংখ্যা বেড়েছে ফের। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭১০, আজ সেই সংখ্যা কমে হয়েছে ৭০১।

শুক্রবারের বুলেটিনে দৈনিক মৃতের সংখ্যা ছিল ৯। আজ সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৭ জন। গত দুদিন ধরেই নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজারের কিছু বেশি। পজিটিভিটি রেট কমে হয়েছে ১.৮৯ শতাংশ। শুক্রবারের পর শনিবারও ২ জনের মৃত্যু হয়েছে কলকাতায়।

কোন জেলায় কত আক্রান্ত, একনজরে

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২২ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৫ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: শুক্রবার-৪, শনিবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৯ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-২।

আরও পড়ুন : ‘দ্বিতীয় ডোজ় থেকে যেন কেউ বাদ না যান’; করোনার নতুন স্ট্রেনে সতর্ক প্রধানমন্ত্রী