Covid19 Mock Drill: কতটা প্রস্তুত হাসপাতালগুলি? রাজ্যে ফের কোভিডের মহড়া
Covid19 Mock Drill: হাসপাতালের সুপার শিশির নস্কর জানান, আপাতত ৪০টি সিসিইউ বেড রাখা হয়েছে। প্রয়োজনে তা ১০০ বেড পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন এম আর বাঙুরের সুপার।

কলকাতা: সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও কোভিডের মহড়া হল মঙ্গলবার। রাজ্যের ৩১টি হাসপাতালে এই মহড়ার আয়োজন করেছে স্বাস্থ্য ভবন। কলকাতার মধ্যে এম আর বাঙ্গুর-শম্ভুনাথ পণ্ডিত-বেলেঘাটা আইডি হাসপাতালে এই মহড়া হয়। রাজ্যের প্রথম কোভিড হাসপাতালের সিসিইউ ইউনিটের যন্ত্রগুলি ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি, সুপার শিশির নস্কর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৫৯। হাসপাতালের সুপার শিশির নস্কর জানান, আপাতত ৪০টি সিসিইউ বেড রাখা হয়েছে। প্রয়োজনে তা ১০০ বেড পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন এম আর বাঙুরের সুপার।
মহড়ার আগে জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য-সচিব। মহড়ায় কী কী করা হবে, ৩১টি সেন্টারকে জানিয়ে দেওয়া হয়। কোভিড চ্যালেঞ্জ সামাল দিতে দেশের হাসপাতালগুলি কতটা প্রস্তুত, মূলত তা দেখতেই এই মক ড্রিল। পাশাপাশি কোভিড চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন, ভেন্টিলেটর ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা তারও হিসেব নেওয়া হয় এই মহড়াতে।
গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮০। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ হাজার ১৯৯ জন। দেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য। কেন্দ্রের তরফ থেকেও রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার বিষয়টির ওপর জোর দিতে বলা হয়েছে। উচ্চ-স্তরের বৈঠকে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে RT-PCR পরীক্ষা বাড়াতে বলেছে। করোনার নুমনা জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর কথা বলা হয়েছে।
