CPIM-Congress: লালের হাত ধরে মিছিল, পঞ্চায়েতে ‘জোট বার্তা’ দিয়ে রাজপথ কাঁপাল বাম-কংগ্রেস

CPIM-Congress: পঞ্চায়েতের আগে ঘোষিত কোনও জোটের পথে এখনও হাটেনি বাম-কংগ্রেস। কিন্তু তার আগেই এদিন একসঙ্গে রাজপথে পা মেলাতে দেখা গেল বাম-কংগ্রেস নেতৃত্বকে।

CPIM-Congress: লালের হাত ধরে মিছিল, পঞ্চায়েতে 'জোট বার্তা' দিয়ে রাজপথ কাঁপাল বাম-কংগ্রেস
বাম কংগ্রেসের যৌথ মিছিল
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 10:10 PM

কলকাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে কলকাতা জুড়ে চলল শক্তি প্রদর্শন। প্রধান চারটি রাজনৈতিক দলই আজ ময়দানে। মমতার ধরনা। অভিষেকের শহিদ মিনারের সভা। পাল্টা আবার ধরনা মঞ্চ বানিয়েছে বিজেপিও। বাম-কংগ্রেসও পিছিয়ে থাকার পাত্র নয়। ময়দানে নেমে পড়েছে তারাও। বাম-কংগ্রেস (Left Front-Congress Rally) উভয়ের ইস্যু আলাদা। কংগ্রেসের ইস্যু রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ। বামেদের ইস্যু কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বাম-কংগ্রেসের মিছিলও হওয়ার কথা ছিল আলাদা আলাদা ভাবে। কিন্তু ময়দানে নেমে যেন সব মিলে মিশে এক হয়ে গেল। পঞ্চায়েতের আগে ঘোষিত কোনও জোটের পথে এখনও হাঁটেনি বাম-কংগ্রেস। কিন্তু তার আগেই এদিন একসঙ্গে রাজপথে পা মেলাতে দেখা গেল বাম-কংগ্রেস নেতৃত্বকে।

রামলীলা ময়দান থেকে যৌথভাবে মিছিল শুরু করল বাম-কংগ্রেস। বিধান ভবন থেকে কংগ্রেসের কর্মী ও সমর্থকরা রামলীলা ময়দানে এসে পৌঁছান এবং সেখানে আগে থেকেই জমায়েত হয়েছিলেন বাম কর্মী ও সমর্থকরা। সেখান থেকে একসঙ্গে বাম-কংগ্রেসের মিছিল মৌলালি হয়ে পার্ক সার্কাসের দিকে এগিয়ে যায়। জানা যাচ্ছে, হাইকমান্ডের নির্দেশেই কংগ্রেস এই সিদ্ধান্ত বদল করেছে। ঘোষিত জোট না থাকলেও রাজপথে একসঙ্গে শক্তিপরীক্ষা করলেন বাম-কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে এসে শেষ হয় মিছিল।

মিছিল শেষে বামফ্রন্ট চেয়ারম্যান জানান, যেহেতু বিষয়টি কেন্দ্রীয় সরকারের বৈষম্য ও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে, তাই যাঁরা এই প্রতিবাদে সোচ্চার হতে চান, তাঁরা অংশগ্রহণ করতে পারেন। জাতীয় কংগ্রেস এতে অংশগ্রহণ করেছে। বললেন, ‘জাতীয় কংগ্রেসের একটি নিজস্ব কর্মসূচি ব্যাপকভাবে চলছে। রাহুল গান্ধীর সাংসদ পদ যেভাবে খারিজ করা হয়েছে, তারপরই নোটিস দেওয়া হয়েছে বাংলো ছেড়ে দেওয়ার জন্য। এ তো সাংঘাতিক। একেই বলে তানাশাহি। আমরা এই ফ্যাসিস্ট মনোভাবের তীব্র নিন্দা করছি।’ একইসঙ্গে তোপ দাগের নিয়োগ দুর্নীতি কাণ্ডে উদ্ধার হওয়া টাকার পাহাড় নিয়েও। বললেন, গ্রুপ সি, গ্রুপ ডিতে যে দুর্নীতি হয়েছে, তা ব্যাপম কেলেঙ্কারি থেকেও অনেক বেশি বড়।’

বাম কংগ্রেসের একসঙ্গে মিছিল কি পঞ্চায়েতের আগে রিহার্সাল? বিমান বসু অবশ্য বলছেন, ‘শুধু পঞ্চায়েত নির্বাচন কেন? যে কোনও নির্বাচনের ক্ষেত্রে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যারা যেখানে লড়াই করতে চান, তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।’

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে