AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM in Sandeshkhali: লোকসভা ভোটের মুখে বিজেপির পর সন্দেশখালিতে বড় সভা বামেদের, থাকছেন সুজন-নিরাপদরা

CPIM in Sandeshkhali: বামেদের ওই সভায় মূল বক্তা হিসাবে থাকছেন, দেবলীনা হেমব্রম, সুজন চক্রবর্তী, পলাশ দাশ, নিরাপদ সর্দার, মৃণাল চক্রবর্তী। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশের কাছে থেকে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম নেতৃত্ব।

CPIM in Sandeshkhali: লোকসভা ভোটের মুখে বিজেপির পর সন্দেশখালিতে বড় সভা বামেদের, থাকছেন সুজন-নিরাপদরা
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 09, 2024 | 2:08 PM
Share

কলকাতা: রোববারে ব্রিগেডে তৃণমূলের (Trinamool Congress) জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সুর চড়াতে চলেছে পদ্ম শিবির। বিজেপির (BJP) বসিরহাট সাংগঠনিক জেলার তরফে সন্দেশখালি (Sandeshkhali) অভিযানের ডাক দেওয়া হয়েছে। সভায় মূল বক্তা হিসাবে থাকছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে এরইমধ্যে সভার মধ্য দিয়ে সন্দেশখালিতে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চলেছে সিপিআইএম (CPIM)। আগামী ১১ মার্চ সোমবার দুপুর আড়াইটেয় সন্দেশখালি থানার  সামনে সভা করবে সিপিআইএম। 

বামেদের ওই সভায় মূল বক্তা হিসাবে থাকছেন, দেবলীনা হেমব্রম, সুজন চক্রবর্তী, পলাশ দাশ, নিরাপদ সর্দার, মৃণাল চক্রবর্তী। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশের কাছে থেকে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম নেতৃত্ব। তাঁদের বক্তব্য, বসিরহাট এস পি বলেছেন যে আপনারা করুন। থানাকেও জানানো হয়েছে বলে দাবি সিপিআইএমের।

সিপিআইএমের দাবি, বিজেপি সন্দেশখালিতে মেরুকরণ করে আন্দোলন দুর্বল করতে চায়। বাম নেতারা বলছেন, আমাদের বক্তব্য পরিষ্কার, সন্দেশখালি ঐক্যবদ্ধ থাকুক। আমরা সেখানে কোনও রাজনীতি করতে চাই না। ভোটে সংগঠনগত ভাবে যা করার করব। কিন্তু ওখানে মানুষ যে আন্দোলন করছে, যে বাস্তব ঘটনা ঘটেছে, তা বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতেই এই লাগাতার কর্মসূচি বলেই দাবি তাঁদের। শুধু সোমবার নয়, রবিবার, ১০ মার্চ ৯ টি জায়গায় (৯ টি লোকসভায়) সন্দেশখালি নিয়ে সভা করবে সিপিআইএম। তার মধ্যে যাদবপুর, রায়গঞ্জ, মুর্শিদাবাদের মতো লোকসভা থাকতে পারে বলে খবর।