DYFI: উত্তরে হাল ফেরাতে গৌতম-পুত্রই ভরসা DYFI-র
DYFI: গত ১৩ জুন বেলঘরিয়ার দেওয়ানপাড়ার মাঠে প্রকাশ্যে সমাবেশের মধ্যে দিয়ে ডিওয়াইএফআইয়ের জেলা সম্মেলন শুরু হয়। রবিবার কামারহাটির নজরুল মঞ্চে সম্মেলনের শেষ দিন জেলা সম্পাদক ও জেলা সভাপতি নির্বাচন করা হয়। সেখানে সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন সপ্তর্ষি দেব।

কলকাতা: গত ১৪ বছরে রাজ্যে ক্রমশ কমছে বাম ভোট। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে যুব সংগঠনকে আরও শক্তিশালী করে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। আর দলের যুব সংগঠনকে শক্তিশালী করতে উত্তর ২৪ পরগনায় বর্ষীয়ান বাম নেতা গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবের উপরেই ফের ভরসা রাখল ডিওয়াইএফআই। উত্তর ২৪ পরগনায় সিপিএমের যুব সংগঠনের ফের জেলা সম্পাদক হলেন সপ্তর্ষি।
গত ১৩ জুন বেলঘরিয়ার দেওয়ানপাড়ার মাঠে প্রকাশ্যে সমাবেশের মধ্যে দিয়ে ডিওয়াইএফআইয়ের ২১তম জেলা সম্মেলন শুরু হয়। রবিবার কামারহাটির নজরুল মঞ্চে সম্মেলনের শেষ দিন জেলা সম্পাদক ও জেলা সভাপতি নির্বাচন করা হয়। সেখানে সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন সপ্তর্ষি দেব। সম্পাদক পদে সপ্তর্ষি থাকলেও জেলা সভাপতি বদল হল। এতদিন DYFI-র উত্তর ২৪ পরগনায় জেলা সভাপতি ছিলেন সফিকুল সর্দার। তাঁর জায়গায় জেলা সভাপতি হলেন দেবজ্যোতি চক্রবর্তী।
বছর তিনেক আগে উত্তর ২৪ পরগনায় ডিওয়াইএফআইয়ের সম্পাদক ও সভাপতি নির্বাচন ঘিরে সংগঠনের অন্দরেই প্রশ্ন উঠেছিল। সেইসময় বিদায়ী জেলা সভাপতি দেবজ্যোতি দাস নিজের পছন্দের লোক দিয়ে কমিটি ভরিয়ে দেন বলে অভিযোগ উঠেছিল। এবার জেলা সম্পাদক পদে বদল না হলেও সভাপতি পদে কেন বদল হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বছর সাঁইত্রিশের সপ্তর্ষি দেব একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন। তবে জিততে পারেননি। তাঁকে সামনে রেখে উত্তর ২৪ পরগনায় দলের যুব সংগঠনকে উত্তর ২৪ পরগনায় আরও মজবুত করতে চাইছে সিপিএম। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তা কতটা কাজে দেয়, সেটাই দেখার।





