AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amartya Sen: ভরাডুবির পর অর্মত্যর দুয়ারে বাম নেতারা! কী পরামর্শ দিলেন নোবেলজয়ী?

Amartya Sen: তবে শুধু সেলিম একা নন, সঙ্গে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। নানা বিষয়ে চলে আলাপ-আলোচনা। পরমার্শও নেন সেলিম-বিমানরা। সাক্ষাতের পরে সোশ্যাল মিডিয়ায় একেবারে উচ্ছ্বসিত পোস্টও করতে দেখা গিয়েছে সেলিমকে।

Amartya Sen: ভরাডুবির পর অর্মত্যর দুয়ারে বাম নেতারা! কী পরামর্শ দিলেন নোবেলজয়ী?
ছবি শেয়ার করলেন সেলিমImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 12, 2024 | 12:13 AM
Share

কলকাতা: মুখ ফেরাচ্ছে জনতা। কথা শুনছে না মেহনতি মানুষেরাও। ভোটের সময় প্রচারে জোয়ার এলেও ভোটবাক্সে দেখা যাচ্ছে না প্রতিফলন। ইতিমধ্যেই হাল ফেরাতে লাল শিবিরের নেতারা আম-জনতার থেকেই পরামর্শ চেয়ে বসেছেন। এবার সোজা হাজির নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের দুয়ারে। টানা দু ঘণ্টারও বেশি সময় ধরে চলল আলোচনা। বাংলার বাম আন্দোলন নিয়ে তাঁর মত ভবিষ্যতের চলার পথে ভাবনার রসদ দিয়েছে বলে মত সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। করলেন পোস্ট। 

তবে শুধু সেলিম একা নন, সঙ্গে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। নানা বিষয়ে চলে আলাপ-আলোচনা। পরমার্শও করেন সেলিম-বিমানরা। সমকালীন রাজনীতি, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অমর্ত্য সেনের ভাবনা বোঝারও চেষ্টা চালান বাম শিবিরের একেবারে প্রথমসারির নেতারা। বাংলার বাম আন্দোলন সম্পর্কেও বিস্তর আলোচনাও চলে।

সাক্ষাতের পরে সোশ্যাল মিডিয়ায় একেবারে উচ্ছ্বসিত পোস্টও করতে দেখা গিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। লেখেন, ‘নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাথে দু ঘন্টা সময় কাটালাম। তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাঁর বিস্ময়কর স্মৃতি, অসাধারণ জ্ঞান, চিন্তাভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে গভীর আগ্রহ সব নিয়ে আমরা আজ অনেক কিছু পেলাম তার কাছ থেকে।’