Corona Update: নমুনা পরীক্ষা বাড়তেই ফের ৮০০ পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা

Corona Update: কেন্দ্রের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে, যাতে নমুনা পরীক্ষার হার বাড়ানো হয়। পরিসংখ্যান দিয়ে উল্লেখ করা হয়েছে কী ভাবে রাজ্যে আরটি-পিসিআর টেস্ট কমেছে।

Corona Update: নমুনা পরীক্ষা বাড়তেই ফের ৮০০ পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা
করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2021 | 10:23 PM

কলকাতা : আজই রাজ্যে করোনার নমুনা পরীক্ষার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর এ দিন ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। রাজ্যে ৮০০ পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮০৩ জন। একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। শুধু কলকাতাতেই ৪ জনের মৃত্যু হয়েছে।

গতকাল ৩৬ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৭২০। সেটাই আজ একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ১৯ জনের। পজিটিভিটি রেট ২.০৬শতাংশ। গত কয়েকদিন ধরেই পজিটিভিটি রেট ২ বা তার বেশি থাকাতেও উদ্বিগ্ন কেন্দ্র। ২৪ ঘন্টায় ৮১১ জন সুস্থ হয়েছেন রাজ্যে। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮৯৪।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৩০ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার- ২।

বীরভূম– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৮ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৪ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার- ২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৪ জন। মৃত্যু: মঙ্গলবার-৪, বুধবার- ৪।

আরও পড়ুন: দিনের পর দিন কেন্দ্রীয় যোজনার টাকা পাচ্ছেন না মায়েরা, লক্ষাধিক টাকার কেলেঙ্কারি আরজি করে