Calcutta High Court : চারটি ধর্ষণ মামলায় তদন্ত কমিটির নেতৃত্ব দিতে রাজি দময়ন্তী, হাইকোর্টে জানাল রাজ্য

Damayanti Sen : ২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় তদন্ত চলাকালীন রাজ্যের সঙ্গে 'সংঘাত' বেধেছিল দময়ন্তী সেনের (Damayanti Sen)। গণধর্ষণের ঘটনার ২ মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে তাঁকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়। ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং স্কুলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হন। তারপর একাধিক দায়িত্ব পালনের পর ২০১৯ সালে ফের কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হয় তাঁকে।

Calcutta High Court : চারটি ধর্ষণ মামলায় তদন্ত কমিটির নেতৃত্ব দিতে রাজি দময়ন্তী, হাইকোর্টে জানাল রাজ্য
চারটি মামলার তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন দময়ন্তী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 2:36 PM

কলকাতা : দশ বছর আগে পার্ক স্ট্রিটে গণধর্ষণ মামলায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাফল্যও পেয়েছিলেন। দশ বছর পর রাজ্যে চারটি ধর্ষণের মামলায় তদন্ত কমিটির নেতৃত্ব দিতে প্রস্তুত আইপিএস অফিসার দময়ন্তী সেন (Damayanti Sen)। আজ কলকাতা হাইকোর্টে রাজ্য়ের অ্যাডভোকেট জেনারেল সৌম্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানালেন, দময়ন্তী সেন তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন। তিনি তদন্তভার গ্রহণও করেছেন। আজ হাইকোর্টে ওই চারটি ধর্ষণের মামলায় প্রাথমিক রিপোর্টও জমা দিল রাজ্য।

গত ১২ এপ্রিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ধর্ষণের মামলাগুলি উঠেছিল। সেইসময় উত্তর ২৪ পরগনার মাটিয়া ও দেগঙ্গা, মালদার ইংরেজবাজার এবং কলকাতার বাঁশদ্রোণী- এই চারটি ধর্ষণের মামলায় তদন্ত কমিটি গঠন করে হাইকোর্ট। আর তার নেতৃত্বে রাখা হয় দময়ন্তীকে। সেইসময় প্রধান বিচারপতি বলেছিলেন, তদন্ত কমিটির নেতৃত্ব দিতে কোনও আপত্তি থাকলে তা ২০ এপ্রিল জানাতে পারেন দময়ন্তী। ২০ এপ্রিল চারটি ধর্ষণের মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছিল হাইকোর্ট।

দময়ন্তী যাতে কমিটির নেতৃত্ব দেন তা চেয়েছিলেন মামলাকারীদের আইনজীবীরা। এমনকী, শুনানির সময় বিচারপতিরা বলেছিলেন, অতীত অভিজ্ঞতা বলছে, নিরপেক্ষভাবে তদন্ত করেন দময়ন্তী। কিন্তু, দময়ন্তী সেন তদন্ত কমিটির নেতৃত্ব দেওয়ার মতো সময় পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিচারপতিরা। এখন কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার পদে রয়েছেন তিনি। তবে আজ শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দিলেন, তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন দময়ন্তী। আজ হাইকোর্টে চারটি ধর্ষণের মামলায় প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে রাজ্য। রিপোর্টে তদন্তের অগ্রগতি উল্লেখ করা হয়েছে।

দময়ন্তী যে তদন্ত কমিটির নেতৃত্ব দিতে প্রস্তুত, তা গত কয়েকদিনেই বোঝা গিয়েছিল। ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে মালদার তিন পুলিশ আধিকারিককে কলকাতায় ডেকে পাঠান তিনি। লালবাজারে আসেন ইংরেজবাজার ধর্ষণকাণ্ডের তদন্তকারী অফিসার, ইংরেজবাজার থানার আইসি ও এসডিপিও পদমর্যাদার এক আধিকারিক। মামলার তদন্তভার হাতে নেওয়ার আগে তার গভীরতা বুঝতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন তিনি।

আরও পড়ুন : Calcutta High Court : রাজ্যে ৪ ধর্ষণের মামলায় দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন হাইকোর্টের