AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dengue: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০ পার দক্ষিণ দমদমে

Dengue: ২১ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্রনগর, ক্ষুদিরাম পল্লি-সহ বিভিন্ন অংশে বাড়ছে ডেঙ্গি। ডেঙ্গি সচেতনতায় দেওয়াল লিখন হচ্ছে ঠিকই। তবে সে বার্তা দেওয়ালেই থেকে যাচ্ছে বলে অভিযোগ।

Dengue: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০ পার দক্ষিণ দমদমে
ডেঙ্গি নিয়ে সচেতন হওয়ার বার্তা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 5:57 PM
Share

কলকাতা: ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে দক্ষিণ দমদম এলাকায়। আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। এ বছর ইতিমধ্যে প্রায় ২০০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে দাবি এলাকার লোকজনের। কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। পুরসভার ২১ ও ৩১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ। জমা জলে বাড়ছে মশার লার্ভাও। গত কয়েকদিনে বৃষ্টির কারণে ইতিউতি জল জমেছে। আর সেই জমা জলে বাড়ছে বিপদ। ৩১ নম্বর ওয়ার্ডের ৩ ও ১ নম্বর পল্লীশ্রী, নতুনপল্লি, পাতিপুকুর এসকে দেব রোড এলাকায় ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়েছে। বহু ঘরেই ডেঙ্গি পজিটিভ রয়েছেন।

২১ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্রনগর, ক্ষুদিরাম পল্লি-সহ বিভিন্ন অংশে বাড়ছে ডেঙ্গি। ডেঙ্গি সচেতনতায় দেওয়াল লিখন হচ্ছে ঠিকই। তবে সে বার্তা দেওয়ালেই থেকে যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের তরফে কাজ করা হলেও তা যথেষ্ট নয়। ডেঙ্গি প্রায় প্রতিটি ঘরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ দমদমের পাতিপুকুরের বাসিন্দা পাপিয়া সরকার বলেন, “আগেরবার আমার হয়েছিল। এবার আমার মেয়ের হল। আমার দিদির হয়েছে। আসলে এত নোংরা চারপাশে। ড্রেন পরিষ্কারও করে না। পাড়াতেও বেশ কয়েকজনের জ্বর হয়েছে।”

আরেক বাসিন্দা অনিলকুমার সেন বলেন, তাঁর বাড়িতেই ৩ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এলাকায় ৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে শুনেছেন। যদিও দক্ষিণ দমদম পুরসভার পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাস বলেন, তাঁরা নিয়মিত এলাকা পরিষ্কার রাখেন। ২১ ও ৩১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে বলে মেনে নিলেও বলেন, পুরসভা একা এগিয়ে এলে হবে না। এগিয়ে আসতে হবে পুরবাসীকেও। ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রফুল্লরঞ্জন সরকারেরও একই বক্তব্য। এলাকা পরিষ্কারের কাজে কোনও খামতি তাঁরা রাখেন না।