TMC Delhi Protest: ‘প্রযুক্তিগত কারণে’ কলকাতা থেকে দিল্লির বিমান বাতিল, অন্য গন্ধ পাচ্ছে তৃণমূল
TMC: বিমান সংস্থার দাবি, প্রযুক্তিগত কারণে বিমান বাতিল করা হয়েছে। যদিও তৃণমূল নেতাদের অভিযোগ, এই বিমানে শতাধিক নেতা কর্মীর দিল্লি যাওয়ার কথা ছিল। তাই ওই বিমান বাতিল করা হল।
কলকাতা: তৃণমূলের দিল্লি অভিযানে নতুন করে বিপত্তি। প্রথমে ট্রেন বাতিলের অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার অভিযোগ, বিমান বাতিলের। রবিবার বিমানে রাজধানী রওনা হওয়ার কথা ছিল তৃণমূলের একাধিক নেতা নেত্রীর। আচমকাই তাঁরা জানতে পারেন, উড়ান বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যা পৌনে সাতটার বিমান বাতিল করল ওই বিমান সংস্থা। বিমান সংস্থার দাবি, প্রযুক্তিগত কারণে বিমান বাতিল করা হয়েছে। যদিও তৃণমূল নেতাদের অভিযোগ, এই বিমানে শতাধিক নেতা কর্মীর দিল্লি যাওয়ার কথা ছিল। তাই ওই বিমান বাতিল করা হল।
এক্স হ্যান্ডেলে এ নিয়ে সরব হয়েছেন ডেরেক ও’ব্রায়েন। লিখেছেন, ‘আগে এরা কলকাতা থেকে দিল্লিগামী ট্রেন বাতিল করেছে। ২ অক্টোবর, ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে অংশগ্রহণকারীরাই এই ট্রেনে যেতেন। দিল্লিতে গিয়ে নিজেদের প্রাপ্য দাবি করার কথা ছিল তাঁদের। এবার বিমান বাতিল করা হল। যত পারো চেষ্টা করো।’ উড়ান বাতিল সংক্রান্ত একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন ডেরেক।
অন্যদিকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “অবাক হয়ে গেলাম কীভাবে বিমান বাতিল করা হল। সেই বিমানে ১০০ জনের বেশি বারাসতের নেতার যাওয়ার কথা ছিল দিল্লি। প্রযুক্তিগত কারণে এভাবে বিমানই বাতিল করে দিতে হয়, এটা আমরা আগে দেখিনি।”
এ বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “সারা পৃথিবীতে অনেক কিছু ঘটে চলেছে। কাকলি ঘোষ দস্তিদার কী বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে চ্যালেঞ্জ করছেন এ সব নিয়ে মানুষ ভাবছে না। মানুষের যদি কোনও উৎসাহ না থাকে, স্বাভাবিকভাবেই বিরোধী দলেরও থাকবে না।”