Dilip Ghosh: ‘বড় বড় নেতারাই গ্যাংস্টার, তাহলে বাকিরা তো…’ মদনকে নিয়ে বিস্ফোরক দিলীপ

BJP Leader Dilip Ghosh: নাম না করে একযোগে আক্রমণ শানালেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কেও

Dilip Ghosh: 'বড় বড় নেতারাই গ্যাংস্টার, তাহলে বাকিরা তো...' মদনকে নিয়ে বিস্ফোরক দিলীপ
মদন মিত্রকে আক্রমণ দিলীপ ঘোষের (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2022 | 11:09 AM

কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayet Election) যত এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে রাজনীতির বাতাবরণ। এর মধ্যে ভোটের আগে অস্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । তাঁর দাবি যে সব অস্ত্র ধরা পড়বে সেই অস্ত্রগুলো দিয়েই তৃণমূলকর্মীদের (TMC) প্রশিক্ষণ দেওয়া হবে। তৃণমূল বিধায়কের সেই মন্তব্যেরই এবার পাল্টা দিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি নাম না করে একযোগে আক্রমণ শানালেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কেও (Sougata Roy) ।

কী বললেন বিজেপি নেতা?

নিত্যদিনের মতো রবিবারও প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওনাদের একজন এমপি (সৌগত রায়) কীভাবে বোমা তৈরি করতে হয়, কী কী জিনিস দিতে হবে সেটাও বলে দিচ্ছেন টিভিতে। এরপর এমএলএ মদনবাবু বলে দিচ্ছেন কীভাবে ট্রেনিং দিতে হবে, ট্রিগারে কোথায় হাত দিতে, কাঁধে কোথায় বন্দুক রাখবে, কার পিছনে দেবে। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই।’

শনিবার কী বলেছিলেন মদন মিত্র?

শনিবার নৈহাটির রাজেন্দ্রপুরে মহিলা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন মদন।  সেখান থেকে গেরুয়া শিবিরকে বাক্যবাণে বিদ্ধ করেন। খোঁচা দেন বিরোধী গেরুয়া শিবিরের নেতা দিলীপ ঘোষকেও। সোনারপুর শুটআউট প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘দিলীপবাবু বলেছেন, ওঁরা ওঁদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন। এগুলো তারই অংশ। তবে অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে আমাদের ভালই হবে। আমাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। আমাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন সেনা কর্মী এবং কর্নেল। আমাদের কর্মীরা ওই বন্দুক নিয়ে প্র্যাকটিস করবে যাতে সেগুলো বিজেপি ব্যবহার করতে না পারে। আমাদের কর্মীরা বন্দুকে গুলি ঢোকাতে এবং বার করতেও শিখবে।’

দিলীপের নিশানায় কেন সৌগত রায়?

কয়েকদিন আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘এটা এমন কোনও ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে কি এর আগে বোম পড়ত না? বোমা পাওয়া যেত না সিপিএম বা কংগ্রেসের আমলে? আমাদের মুশকিল হল বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি, সেই একই বোমা রয়ে গিয়েছে। আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয়নি। বরাবরই এই ছিল। ষাটের দশকে দেখেছি। তার আগেও নিশ্চয়ই পঞ্চাশের দশকেও ছিল।’  সেই প্রসঙ্গেই আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ একযোগে আক্রমণ শানালেন এই দুই রাজনীতিবিদকে।